আমাদের গ্রামে খুব একটা
কাক দেখা যেতো না,
হয়তোবা শহুরে পাখি বলে।
কর্কশ শব্দের ভোর শুধু শহরেই হয়
গ্রামের ভোর গুলো আসে
চড়ুইয়ের কিচিরমিচির গানে।
এমন এক শেষ শরতে
স্কুল মাঠে শুয়ে শুয়ে,
মেঘ ফুঁড়ে উঁকি দেওয়া
সূর্যটাকে দেখছিলাম।
-আকাশ কি মেঘে ঢাকা থাকেরে অরুণ,
না মেঘ আকাশে ঢাকা থাকে?
– বিরক্তি নিয়েই বললাম,
অদ্ভুত প্রশ্ন করছিস কেন,
নেশা-টেশা করিস নি তো?
আহত দু’চোখ ভরা জল,
শূন্য আকাশপানে চেয়ে
নিশ্চুপ নিরঞ্জন।
– কি হয়েছে, বলবি তো?
– বুদ্ধিমানেরা ভুল করে একবার কিন্তু
বোকারা একই ভুল করে বারবার।
– মানে!
– এবার ইয়ার ফাইনালে কে ফার্স্ট হবে,
বলতে পারিস?
– কে আবার, বিপাশা।
– এবার আর বোধহয় পারলাম না,
ম্যাথ পরীক্ষার অর্ধেকটাও তো
দিতেই সে পারলো না…
কিছু মনে করবেন না একটা কথা বলি। আচ্ছা দাদা আমরা পাঠক আপনার প্রতিটি লেখা পড়ে চলেছি; অথচ আপনি অন্যের পোস্টে মাত্র ৪টি মন্তব্য করেছেন। মানে মন্তব্য দিয়েছেন শুধু ৩ জনকে !! ভুল বুঝবেন না, প্রকাশ্যে এই প্রসঙ্গটি আনার জন্য আমি দুঃখিত। ক্ষমা করবেন।
মনে করার কিছু নেই, আমি আসলে খুব একটা সময় পাই না তাই মন্তব্য করা হয় না। ধন্যবাদ
ঠিক আছে দাদা। এই তো জানলাম। ভাল থাকুন।
ধন্যবাদ কবি।
– বুদ্ধিমানেরা ভুল করে একবার কিন্তু
বোকারা একই ভুল করে বারবার।
* ঠিক…