আমি তো নই
কোন লোকাল বাসের
ভাঙা কাঁচের জানালা,
আমি তো নই
কোন পরিত্যক্ত ট্রেনের
মরচে ধরা কামরা।
আমি তো নই শীতের
কোন রাত জাগা পাখি,
আমি তো ভুল তোমার
মিথ্যা স্বপ্নের ভাতি।
১১-০৯-২০১৫
আমি তো নই
কোন লোকাল বাসের
ভাঙা কাঁচের জানালা,
আমি তো নই
কোন পরিত্যক্ত ট্রেনের
মরচে ধরা কামরা।
আমি তো নই শীতের
কোন রাত জাগা পাখি,
আমি তো ভুল তোমার
মিথ্যা স্বপ্নের ভাতি।
১১-০৯-২০১৫
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি প্রশ্নের উত্তর এলেও তুমি প্রশ্নের উত্তর আসেনি মি. রোমেল আজিজ। তুমি'র উত্তর কল্পনা করে নিতে হলো।
স্বল্প বাক্যে দারুণ প্রকাশ!
ভালবাসা রইলো প্রিয় কবি।
ধন্যবাদ
অল্পকথায় অনেককথা। দারুণ।
ধন্যবাদ দাদা……
সুন্দর।
শুকরিয়া দিদি……
অর্থবোধক লেখা।
ধন্যবাদ সৌমিত্র দাদা…