এদিক সেদিক চলতে চলতে
উদ্ভ্রান্ত আমি, না না দিকভ্রান্ত;
চলতে চলতে, এদিক সেদিক…
জলে জল খুঁজতে খুঁজতে
ডুবছি আমি, না না ডুবছে তরী;
খুঁজতে খুঁজতে, এদিক সেদিক…
মেঘে মেঘ দেখতে দেখতে
ভিজছি আমি, না না ভিজছো তুমি;
দেখতে দেখতে, এদিক সেদিক…
এদিক সেদিক চলতে চলতে
উদ্ভ্রান্ত আমি, না না দিকভ্রান্ত;
চলতে চলতে, এদিক সেদিক…
জলে জল খুঁজতে খুঁজতে
ডুবছি আমি, না না ডুবছে তরী;
খুঁজতে খুঁজতে, এদিক সেদিক…
মেঘে মেঘ দেখতে দেখতে
ভিজছি আমি, না না ভিজছো তুমি;
দেখতে দেখতে, এদিক সেদিক…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনাময় কবি দা
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. রোমেল আজিজ। গুড লাক।