শব মিছিল পথ হারায় না কখনো
নেই শব মিছিলে পথ হারাবার ভয়।
শব যাত্রী আওড়ায় কোথাও
বল হরি হরি বোল,
কোথাও কালেমায়ে শাহাদাত।
ছুটে শব মিছিল দিতে চিরবিদায়
ছুটে শব মিছিল নতুন ঠিকানায়,
ছুটে শব যাত্রী জেনে, না জেনে ;
পালায় শব যাত্রী,
আলোতে আঁধার টেনে …
শব মিছিল পথ হারায় না কখনো
নেই শব মিছিলে পথ হারাবার ভয়।
শব যাত্রী আওড়ায় কোথাও
বল হরি হরি বোল,
কোথাও কালেমায়ে শাহাদাত।
ছুটে শব মিছিল দিতে চিরবিদায়
ছুটে শব মিছিল নতুন ঠিকানায়,
ছুটে শব যাত্রী জেনে, না জেনে ;
পালায় শব যাত্রী,
আলোতে আঁধার টেনে …
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একরাশ শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ।
চমৎকার লেখা। মন ছুঁয়ে যায়।
চমৎকার কাব্য শৈলী রচিল কবি
শুভকামনা