শব্দ খেলা

শৈশব হারিয়েছি, হয়েছে স্বপ্ন চুরি
মনে পরে মেয়েবেলা লাল ফিতে, লাল চুড়ি,
বনে বনে খুঁজে দেখা পাখিদের বাসা
শ্রাবণেতে হাঁটু জলে ভেলা নিয়ে ভাসা।

সময় ফুরালে পথিকও ফেরে বাড়ি
একলা সে পথখানি নয়নে মাখে বারি,
বালিকা বধূ সন্ধ্যে হলে জ্বালে দীপ
আঁধার বরণ করে দূরের কোন দ্বীপ।

চৈত্রে মরা নদী বুকে মহাশোক
তবু কোকিলের ঠোঁটে নামে বাসন্তী সুখ,
গোধূলি বিদায় দিয়ে পাখি খুঁজে নীড়
সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।

6 thoughts on “শব্দ খেলা

  1. ‘গোধূলি বিদায় দিয়ে পাখি খুঁজে নীড়
    সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।’

    ___ বেশ আকুতিভরা লাইন দুটি। সব মিলিয়ে ভালো একটি লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. গোধূলি বিদায় দিয়ে পাখি খুঁজে নীড়
    সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।

    শেষের নির অর্থ জল। মাথায় খেলছিলো না। শব্দটি পরিচিত অথচ অর্থ পাচ্ছিলাম না। শুভেচ্ছা কবি বোন রুবা রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. অনেকদিন পর আপনার লিখা পড়লাম। এক সময় শব্দনীড়ে অর্থ্যাৎ শব্দনীড়ের পুরোনো ডেটাবেইজে আপনাকে বেশ সরব দেখা যেতো। আমাদের শুভেচ্ছা জানবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।