বোধহীন পৃথিবীতে মৃত্যুও মৃত
পৃথিবীকে খুব খু–ব ক্লান্ত মনে হয়
মনে হয় নিঝুম রাতের ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া আর কেউ নেই
এমনকি নিজেকেও বড্ড অচেনা লাগে, হারিয়ে ফেলি আপন সত্তা
ভাসমান পৃথিবীর পুরোটাই যেন এক নিজের ভরেই দুলছে, এই বুঝি
শ্বাসরুদ্ধ করে কেউ ফেলে রাখবে চেনা জানা ডাস্টবিনে,
দেখি, অনুভব করি; মৃত্যুর পরও কী করে বেঁচে আছি?
অতঃপর বেঁচে থাকা কাকে বলে সেটাই জানা হলো না, তবুও নিঃশ্বাস চলে
কম্পিত হৃদয়ের ভয়ে মৃত্যুর পলায়ন, পৃথিবীকে খুব খু—ব ক্লান্ত মনে হয়
বৃক্ষের শাখা প্রশাখা গুলো সংঘবদ্ধ নয়, বৃক্ষ বেঁচে আছে খেয়ে শিকড়
শিকড় বেঁচে থাকে বৃক্ষের খেয়ে মূল, পৃথিবীতে কে আপন, বলো একবার?
অতঃপর, বোধহীন পৃথিবীতে মৃত্যুও মৃত।
‘শিকড় বেঁচে থাকে বৃক্ষের খেয়ে মূল, পৃথিবীতে কে আপন, বলো একবার?
অতঃপর, বোধহীন পৃথিবীতে মৃত্যুও মৃত।’
… অসাধারণ পংক্তিমালায় লিখাটি সেজেছে।
অনন্য প্রকাশ ।
অসাধারণ লেখনি।