মানবতা আর দানবতা
পুড়ছে আকাশ পুড়ছে বাতাস
জল পুড়ে ছাড়খার
পুড়ছে মানুষ পুড়ছে পশু
মানবতার কী দরকার!
তবু,
মানুষের মাঝে মানুষ খুঁজি
বৃক্ষের মাঝে বৃক্ষ
বৃষ্টির কাছে প্রশ্নের ঝুলি
ক্যানো মানুষে দুর্ভিক্ষ?
শুনলাম,
শান্তির নামে উদ্বিগ্ন পৃথিবী
মুখরোচক কোকিল বুলি
মানুষ মরলে জায়গা বাড়ে
তাইতো মানুষ ছুড়ে গুলী
আজ,
মরে যাক ঝরে যাক বৃদ্ধ যুবক শিশু
অং সান সুকি’র মতো আসুক তবু কিছু
দগ্ধতার ক্ষতচিহ্নে নোবেল এঁকেছে যিশু
মানবতা আর দানবতায় নেই ফারাক উঁচু-নিচু
মানবতার লেশ পৃথিবীতে আজ বিরল। সাধারণের কিচ্ছু করার যেন নেই।