বাজি
নীল খামেতে স্বপ্ন আমার
সাদা নীলে বাসা,
মনের ভেতর ঝিঁঝিঁ পোকা
তবুও জাগে আশা।
দু’চোখেতে আকাশ আমার
বুক পকেটে ভালোবাসা,
স্বপ্নগুলো মনের ভেতর
সে খায়রে বাঘডাসা।
মাথার ভেতর এটম আমার
ঠোঁটে-মুখে বাজি
হাতের উপর রাখলে হাত
মরতে আমি রাজি।
বাজি
নীল খামেতে স্বপ্ন আমার
সাদা নীলে বাসা,
মনের ভেতর ঝিঁঝিঁ পোকা
তবুও জাগে আশা।
দু’চোখেতে আকাশ আমার
বুক পকেটে ভালোবাসা,
স্বপ্নগুলো মনের ভেতর
সে খায়রে বাঘডাসা।
মাথার ভেতর এটম আমার
ঠোঁটে-মুখে বাজি
হাতের উপর রাখলে হাত
মরতে আমি রাজি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছন্দবোধ্য লিখা আমার কাছে বরাবরের পছন্দ। অভিনন্দন প্রিয় কবি রুদ্র আমিন।
মন্তব্যে ভালোবাসা
ছন্দ কবিতা আসলেই ভাল লাগে।
ধন্যবাদ প্রিয় কবি।
জানিনা কতটুকু ছন্দে লিখতে পারি, তবে মনের খেয়ালে লিখি, ছন্দে লেখাকে আমি সবচেয়ে বেশি ভয় করি।
ছন্দ কবিতা আসলেই ভাল লাগে
ভালোবাসা রেখে গেলাম
ছন্দকে খুব ভয় পাই ভাই…আর আপনাদের ভালোবাসায় বেঁচে আছি।