অবয়ব
পথের বাঁকে মনের ফাঁকে
লুকোচুরির মেলা
জোয়ার ভাটার রঙ তামাশা
জীবন নদের খেলা।
বৃক্ষরসে দৃষ্টির আলো
মোহে আলিঙ্গন
আঁধার মাঝে কেবা সাদা-কালো
অবুঝ এ মন।
হাসির মাঝে গোলাপ ফোটে
ভালোবাসায় মন
দুখের মাঝে কেউবা সুখী
কোরে সুখ বর্ণন।
জগতে সত্য কথা কেউ বলিনা
জিজ্ঞাসিতে ক্যামন
মুচকি হেসে কিবা নত শিরে
বলি ভালো প্রিয়জন
কি আজব এই জগৎ সংসার
রঙীন সাদা-কালো
নিজের পায়ে কুড়াল মারি
তবুও বলি ভালো!
সহজ শুদ্ধে লিখা বেশ হয়েছে প্রিয় শব্দ কারিগর মি. রুদ্র আমিন। ধন্যবাদ।