ঘ্রাণ
যদি স্পর্শের অনুভূতি নাই জাগ্রত হয়, তবে
একবার তাঁর কাঁচা স্নানের ঘ্রাণ শুকে দ্যাখো
শিউলি, বেলি, গোলাপ, গাঁদা মৃত ছাড়া আর
কিছুই নয়।
অবিশ্বাস হলে একবার জলের কাছে প্রশ্ন করো
তাঁর চুলের সাথে কি সম্পর্ক তোমার? জবাবে
একটুও বিব্রত না হয়েই বলবে, একবার শুকে দ্যাখো;
তুমিও বলবে, ভালোবাসা কারে বলে।
এরপরও যদি তোমার বিশ্বাস না হয়, তবে
একটি কথাই বলতে পারি, তুমি জীব নও,
মৃত কোনো জড় পদার্থ।
কবিতাটি পড়ে মনটা ফ্রেশ হয়ে গেলো মি. রুদ্র আমিন। শুভ সকাল।