বিব্রত অস্তিত্ব
টবে লাগানো সেদিনের বেলী, আজ
স্বাদে, ঘ্রাণে বাস্তবতায় স্পর্শকাতর
অতিথি পাখিরা ঋতুর নিয়মেই আসে,
আবার ভাটার টানে চলেও যায়।
সেদিন পেয়েও পেলাম না স্পর্শ
হলুদ কলঙ্ক,
প্রসন্ন গ্রীবা, স্তন, চূড়ান্ত সান্ত্বনা
ভোরের শিশির দানায় লুকোচুরি খেলা
কালো কলঙ্ক, আর বিষণ্নতায় খুলে দেয়া
স্বেচ্ছাসেবী ধর্ষণ দরজা।
অতঃপর আলোর নিচে আছি বিকল্প সুখে..
বিব্রত অস্তিত্ব। … কবিতা এবং কবিতার শিরোনাম অসাধারণ হয়েছে কবি।
মন্তব্যে ধন্যবাদ।
স্বাগতম মি. রুদ্র আমিন।
ভালো যথারীতি। শুভেচ্ছা।
ভালো লাগা
সুন্দর
ধন্যবাদ