প্রিয়ন্তী,
বেঁচে থাকার প্রত্যয় নিয়ে আগামীর পথ খুঁজো না
বৃক্ষকে দ্যাখো, কতোটা দাহতায় জল টগবগ করে
কতোটা সম্পর্কে মৃত্যুর যন্ত্রণায় ম্লান করে পৃথিবী
যদি বেঁচে থাকতেই চাও তবে মৃত্যুকে বেছে নাও,
সত্যকে মেনে নাও; সত্য সেও মৃত্যুর মতো চিরন্তন
আর জাগতিক ভালোবাসা,
সে উত্তাল সাগর জলের নীরব শব্দই বলে দিবে
কতোটা ঝড়ে তাবত লোনা জল মিষ্টি হয়। ঝড় ও বৃষ্টি,
আলো ও আঁধার, সুখ ও দুখ সবাই সবার সম্পূরক।
ভালবাসার সমীকরণ।
অনবদ্য এবং ভালোলাগার মতো একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি মি. রুদ্র আমিন।
সত্য সেও মৃত্যুর মতো চিরন্তন
বেশ লিখেছেন। দারুন
* চমৎকার….