আমি পথিক, আমি নির্ভীক, আমি যুবক
নিষ্ঠুর সময়ের বুকে
ভাঙতে পারি জাহাজের মাস্তুল রাইফেল-বুলেটের শব্দ
মুছে দিতে পারি শত হতাশার ব্যর্থতার গ্লানি
আমি যুবক, যদি জেগে উঠি।
6 thoughts on “যুবক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি পথিক, আমি নির্ভীক, আমি যুবক
নিষ্ঠুর সময়ের বুকে
ভাঙতে পারি জাহাজের মাস্তুল রাইফেল-বুলেটের শব্দ
মুছে দিতে পারি শত হতাশার ব্যর্থতার গ্লানি
আমি যুবক, যদি জেগে উঠি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিষ্ঠুর সময়ের বুকে আমরাও পথিক, আমরাও নির্ভীক, আমরাও যুবক হতে চাই কবি। অনেক অনেক শুভকামনা প্রিয় কবি রুদ্র আমিন।
জেগে উঠুন কবি রুদ্র আমিন। শুভেচ্ছা রইলো।
কবিতা ছোট হলেও প্রগতির কথা। ভালোবাসা কবি রুদ্র ভাই।
জেগে উঠুন কবি।
সুন্দর প্রিয় কবি দা। প্রত্যয়ে জেগে থাকুন।
ত্যাজী কবি। জোশ হইছে।