যেদিন ধর্ম, কর্ম, স্রষ্টা আর সত্যকে অসহ্য মনে হবে
ভালোর পরামর্শে গায়ে ফোসকা পড়বে, মিথ্যেকে সত্যের মতো মনে হবে
সেদিন তুমি বুঝে নিও, পৃথিবী নষ্টদের অধিকারে…
সত্য এটাই- একদিন সবকিছুই চলে যাবে নষ্টদের অধিকারে
থাকবে চোখের দৃষ্টিশক্তি, থাকবে শ্রবণশক্তি, থাকবে বাকশক্তি
তবুও আলোকিত পৃথিবী মেঘাচ্ছন্ন আকাশের মতোই করবে খেলা
অতঃপর,
একদিন ঠিক-ই ফিরে আসবে আলোকিত পৃথিবী
ভাঙবে আলোকে নির্বাসন দেওয়া আঁধারের ঘুম
সেদিন তুমি আফসোস করো না, করেও হয়তো কোনো লাভ নেই
যে সনদ তুমি গ্রহন করেছো সেই সনদই দিবে তোমার পরিচয়!
ফিরে এসো, বেহুশে ঘুমিও না আর…
খুঁজে নাও তোমার ধর্ম, কর্ম; মনে রেখো মৃত্যু চিরন্তন
যদি পারো তাকে রুখে দ্যাখাও, অন্যথায় এসো
ধর্ম, কর্ম, স্রষ্টাকে আকড়ে সুন্দর পৃথিবী সাজাই।
সুললিত ও অনবদ্য কথামালা।
ফিরে এসো, বেহুশে ঘুমিও না আর…
খুঁজে নাও তোমার ধর্ম, কর্ম; মনে রেখো মৃত্যু চিরন্তন
যদি পারো তাকে রুখে দ্যাখাও, অন্যথায় এসো
ধর্ম, কর্ম, স্রষ্টাকে আকড়ে সুন্দর পৃথিবী সাজাই।
সুন্দর পৃথিবী সাজানোর সুন্দর আমন্ত্রণ। অনেক অনেক ধন্যবাদ আমিন ভাই

খুব সুন্দর ভাবনা কবি দা