মসকিটো ট্র্যাপ

আমার বাসায় কদাচিৎ কোন মশার দেখা মেলে। কোন এক বিদেশি ম্যাগাজিনে পড়ে আমি এই পদ্ধতিটি অবলম্বন করছি নিউজিল্যান্ড থেকে দেশে আসার পর গত ২ বছর থেকেই। কারো ইচ্ছে হলে ট্রাই করতে পারেন। আশাকরি বাসা থেকে মশা দূরে থাকবে সারাবছর।

উপকরণঃ
১. ঈস্ট…. ১ চা চামচ
২. ঈষদুষ্ণ পানি… ১ গ্লাস
৩. ব্রাউন/ নরমাল চিনি… দেড় চা চামচ। ( মূল পদ্ধতিতে ব্রাউন সুগার)
৪. প্লাস্টিকের খালি বোতল… ১ টি।

পদ্ধতিঃ
বোতলটি মাঝ বরাবর কেটে নিন। নীচের কাটা অংশে উল্টো করে বোতলের উপরের অংশ রাখতে হয়। আমারটার পানি কমে গিয়েছে মাসখানেক আগে রাখার ফলে। পানি একেবারে উবে যাওয়া পর্যন্ত রাখি আমি। এরপর সচরাচর নতুন বানাই। পাউরুটি বানাতে ইস্ট লাগে। যে কোন বেকারি থেকে দেখে নিন। গ্রসারী শপ থেকে কিনুন। কম / বেশি দুই রকম দামের ই ইস্ট আছে। দুই রকম ই কাজ করে। ১ টাতেই কয়েক মাস চলে যাবে। ৩৫ থেকে ১০০ টাকার ১ শিশি ইস্টে বছর পার হয়ে যায় এই পদ্ধতিতে ব্যবহারের জন্য। খরচসাপেক্ষ নয় এটি।

নীচের অংশে হালকা গরম পানি ঢেলে ১ চামচ ইস্ট মিশিয়ে নেড়েচেড়ে ইস্টকে একটিভ করে নিন। চিনি মিশিয়ে নাড়ুন। এরপর বোতলের উপরের কাটা অংশ ( মুখ) উল্টো করে নীচের অংশে গুজে দিন। স্কচটেপ দিয়ে দুই পার্টের জয়েন্ট আটকে নিন। ঘরের কোনায় রেখে দিন। এরকম কয়েকটাও বানিয়ে রাখতে পারেন। আমার বাসা তো মশামুক্ত আছে। ইনশাআল্লাহ আপনার বাসাও মশা থেকে সুরক্ষিত থাকবে।


(ছবি আমার বাসার বোতলে আটকে যাওয়া কিছু মশা)

youtu.be/pNjyLRQutXs

ইউটিউবে একটি ভিডিও আছে এ পদ্ধতি কাজ করেনা তা জানিয়ে। কিন্তু, এই ভিডিওর ক্ষেত্রে পদ্ধতিগত ভুল যেটা হচ্ছে তা হলো, ইস্ট একটি জীবাণুর পাউডার। হালকা গরম পানিতে না দিলে তা একটিভেট হবেনা, তাই কাজ ও করবে না। এখানে ভদ্রলোক পানি হালকা গরম করে না নেওয়ায়, নরমাল তাপমাত্রার পানি নেওয়ায় কোনো কাজ হয়নি মসকিটো ট্র্যাপ।

youtu.be/ycBv24djPDM

একটি বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, তা হলো, অন্যান্য মশার মতো এডিস মশাও এই ট্র্যাপে আকৃষ্ট হবে কিনা? তার উত্তর হচ্ছে, স্ত্রী এবং পুরুষ উভয় টাইপ এডিস মশাই ফুল ও ফলের মধু এবং শর্করা জাতীয় খাবার খায় নরমাল সময়ে। স্ত্রী এডিস মশা শুধুমাত্র প্রজননকালীন সময়ে রক্তপান করে। এই মিশ্রণে চিনি থাকায় এডিস মশা ও আসবে এর দিকে।

যেহেতু খুব অল্প খরচে এবং ফেলনা আরো কিছু উপাদান দিয়ে বানানো পদ্ধতি এটা, দেশের যা পরিস্থিতি, তৈরি করে ঘরে রাখলে বিশাল কর্মযজ্ঞ সাধন করতে হবে না। আমি ফল পাচ্ছি। একটা উপায় অবলম্বন করে আমার বাসা মশামুক্ত প্রায়, জানালে কারো ক্ষতি তো নেই। ধন্যবাদ সবাইকে।

18 thoughts on “মসকিটো ট্র্যাপ

  1. ভাবছি আর অল আউট ব্যবহার করবো না।
    আপনার পদ্ধতি সুবিধাজনক ও সাশ্রয়ী।
    প্রয়োজনীয় পোস্ট। ধন্যবাদ।
    জয়গুরু!

  2. আইডিয়াটি গ্রহণ বা ট্রাই করে দেখা যেতে পারে। শুভেচ্ছা রোখশানা রফিক আপা। :)

  3. ইম্প্রেসিভ আইডিয়া বোন। কাজে লাগুক সবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. চমৎকার, ইউটিউব এ দেখেছিলাম, একই ভাবে ছারপোকাও মারা যায়। 

    1. ঈদ মোবারক, দিদি। শুভেচ্ছা নিরন্তর।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।