রাত এসে থেমে যায় তোমার চোখে,
তারার ঝিলিক যেন জোনাক আলোকে।
তুমি তা জানো না,
দ্যাখে যার চোখ, সেই জানে শুধু
কোন দূর সাগরের অশান্ত ঢেউ
আছড়ে পড়ে হৃদয় তটে
ও চোখের নীলিমায়।
সন্ধ্যা আলোর ঘোর মেখে
যখন তাকাও দিগন্তে,
আকাশ ছাড়িয়ে যেন
তুমি খুঁজে নাও
অলোক পাখিকে।
আমি ডুবে যাই
সূর্যাস্তে, তবু কিছু
না বলা অভিমান
আমি রেখে যাই
তোমার স্বপ্নলোকে।
কবিতায় অভিনন্দন কবি রোখশানা রফিক। অভিনন্দন।
সরল অভিব্যক্তির কাব্য। শুভেচ্ছা।
অভিনন্দন কবি রোখশানা!
কবিতায় ভালোবাসা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি দিদি।
মুগ্ধ হলাম কবিতা পাঠে। শুভেচ্ছা জানবেন
ভালোবাসা কবি বোন রোখশানা রফিক।
সুন্দর লিখেছেন আপা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।
সুন্দর হয়েছে আপা।