যাযাবর পথ আমায়
নিয়ে যায় বহুদূর,
সেই সেখানে,
যেখানে হিম রাত্তিরে
মেঠো পথে একা চাঁদ জাগে।
নিঃসঙ্গ পথিক এক আনমনা
বুকে বয়ে চলে তীব্র বিষাদ
মেশানো ভালোবাসা নেশা।
তুমুল ঝোড়ো হাওয়ার বিকেলে
একেলা চায়ের কাপে
তলানির মতো পড়ে থাকে
তার না বলা স্বপ্ন গল্প-গাঁথা।
দিনমান ঘুরে ঘুরে
কেজো পৃথিবীর যন্তর-মন্তর
ঘাম-শ্রমে ভেজা অলিতে গলিতে,
যেন বেলাশেষে একা এক গাঙচিল
ঘুরে ঘুরে মরে, তাহার মায়ার তরী
ভাসায়ে আঁধারের নির্ঘুম নীড়ে।
'যেন বেলাশেষে একা এক গাঙচিল
ঘুরে ঘুরে মরে, তাহার মায়ার তরী ভাসায়ে আঁধারের নির্ঘুম নীড়ে।' সুন্দর।
আপনার সহজ সরল কবিতায় মন কাড়ে।
সুন্দর কবিতা আপা।
কবিতায় ভালোবাসা কবিবোন রোখশানা রফিক।
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
শুভেচ্ছা জানবেন আপা।