মেঘস্নান

মেঘস্নানে এসো বালিকা তুমি
এসো বৃষ্টি নুপূর পায়ে,
এসো বিজলীর মনিহার পরে
জোছোনার শাড়ী গায়ে।
তারাদের ফুল খোঁপায় গুজে
চোখে আঁধারের কাজল,
দু’ফোটা অশ্রু চোখের কোলে
হৃদয় কুসুম কোমল।

জলছবি নদীর নাকছাবি পরে
ঝোড়ো বাতাসের উত্তরীয়,
গাঙের ঢেউ থেমে যায় যদি
কাছে তারে ডেকে নিও।
ডেকে নিও তুমি অশোকের বনে
কৃষ্ণপক্ষ রাতে,
ঘোর ভাঙ্গে যদি মুনিয়ার ডাকে
আজান ভোরের প্রাতে।

যদি নাই ডাকো একলাই যাবো
মেঘমল্লারে বেজে,
সে সুরের তানে উঠবে তুমিও
ফুলপল্লবে সেজে।।

8 thoughts on “মেঘস্নান

  1. "যদি নাই ডাকো একলাই যাবো মেঘমল্লারে বেজে,
    সে সুরের তানে উঠবে তুমিও ফুলপল্লবে সেজে।" শুভকামনা আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ডেকে নিও তুমি অশোকের বনে
    কৃষ্ণপক্ষ রাতে,
    ঘোর ভাঙ্গে যদি মুনিয়ার ডাকে
    আজান ভোরের প্রাতে।

    সুন্দর বাণী কবি আপা। একটা বিষয় খেয়াল করলাম, প্রথম দিকের কিছু লেখায় আপনার প্রতি-মন্তব্য রয়েছে। এখনকার বেশ কিছু কবিতায় একদম নেই। কেন আপা? :)

  3. ফ্রেমে বন্দী করে রাখার মতো কবিতা কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।