ধ্যানমগ্ন কিছু অনুভবে
রফরফ ঘোড়ার গতিতে
মন আমার অসীমে ধায়।
কি যে বিপুল দুঃখ রাশি
বুকে বয়ে নিয়ে চঞ্চলা
পৃথিবী হায় একা পথ
চলে নিরাশায়!
তুমি কেন তবে
দুঃখ পুষে রাখো
মনের ছোট্ট ঘরে?
দিন চলে গেলে
দিবসের শেষে সব
ধুলো হয়ে রবে পড়ে।
ঠিকানা হারিয়ে খসে
পড়ে তারা বিপুল এ
মহাকাশে। আমাদের
সুখ দুখের গল্প
অতি ক্ষুদ্র তার
সকাশে।
সুন্দর। শুভ সকাল কবি রোখশানা রফিক।
কবিতায় শুভেচ্ছা কবি আপা।
কবিতা পড়লাম আপু।
দারুণ কবি বোন।
সুন্দর লিখেছেন দিদি ভাই।
শুভকামনা কবি