দূরের ছায়া

টিপটিপ বৃষ্টির
এই রাতের কামনায়,
আমি আনমনা দূরের ছায়ায়।
তবু আছি বেশ ডুবে সে ভাবনায়।

খুব সুরেলা এক নদীর মতোন
গান বাজে এ রাতে লাল টালিছাদে,
টিনের চেয়ে মোলায়েম ছন্দ তার।
তুমি কান পাতো, ঠিকই পাবে ঘ্রাণ,
এ মধুছন্দ, যতো দূরে রও আজ।

তুমি নেই বলে এই ক্ষন সুমধুর,
বিরহবিধুর সুর তুলে এই মনে।
পাশে থাকলেই চায়ের চুলোয়
ফুটন্ত মেজাজ ঢেকে দিত একে
প্রাত্যহিক গ্লানিমাখা আত্মহননে।

( আসলেই টিপটিপ বৃষ্টি এখন আমার টালির ছাদে )

2 thoughts on “দূরের ছায়া

  1. "এক চিলতে সুখ রচনায় কখনও 
    বিদ্রোহী হয়ে উঠে বিরহী মন;
     এই প্রান্তে সুখে কী দুখে আছে 
    জানে না অপর প্রান্তের প্রিয় জন।…"

    ……suveccha kobike.

  2. কবিতার শব্দ পরিচ্ছন্ন বোধগম্যতা ভালো লেগেছে কবি রোখশানা রফিক। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।