ভুল
——
তোমার আঙিনায় বৃষ্টি এলে, আমার রৌদ্রদিন ভিজে যায় ঝরোঝরো বাদলায়। হিম হিম এক হাওয়া নেমে আসে কোন সুদূর অনন্ত থেকে। হলুদিয়া পাখিটির ভেজা পালক কাঁপে থরথর থরথর।
চোখ ডুবে যায় অকাল প্লাবনে। মন ভেঙে যায় ঘোর তুফানে। ঝরোঝরো ঝরে যায়, ঝরে যায় কামিনী-কেয়া।
চায়ের কাপের উষ্ণ ধোঁয়ায় সন্ধ্যা ঘনালে আকাশ প্রাঙ্গনে, ঝিকিমিকি তারারা বলে ওঠে, বৃষ্টিদিন কোথা? এ যে প্রশান্ত পারের শরতের পাতাঝরা চাঁদনী রূপের পসরা। ভুল ছিলো তবে ভাবনা আমার সকলি কেবল ?
সুন্দর লেখা … ভাল লাগলো । সতত শুভেচ্ছা রইলো হে প্রিয়
"এ যে প্রশান্ত পারের শরতের পাতাঝরা চাঁদনী রূপের পসরা। ভুল ছিলো তবে ভাবনা আমার সকলি কেবল ?"
আপনার ভাবনার ব্যাপ্তির শব্দ কথায় মুগ্ধ হলাম কবি। শুভ সন্ধ্যা।
শিরোনামের সাথে আলোচ্য রিয়ালাইজেশন চমৎকার।
ঝরোঝরো ঝরে যায়, ঝরে যায় কামিনী-কেয়া। ঠিক তাই আপু।
কবিতায় ভালোবাসা কবি বোন।
জীবনের অনেক সত্য এভাবেই নিজের অনুভূতিতে থেকে যায় কবি দিদি ভাই।
প্রশান্ত পারের শরতের পাতাঝরা চাঁদনী রূপের পসরা। ভুল ছিলো তবে ভাবনা আমার সকলি কেবল।
সুন্দর।