ভাঙা কাঁচের টুকরোর মতোন
একটা চাপাকান্না গিলে ফেলছি
আজকাল কফির কাপে প্রাতঃরাশে।
হৃদয়ের পাশে পড়ে থাকে ধু ধু একা দিন।
গাছেরা পাতা ঝরিয়ে নতুন পত্রপল্লবে
শোভিত, কনকনে শীত মুছে
গিয়ে এলো কোকিল ডাকার দিন।
ঘরছেড়ে যে গেলো, সে তো আর
ভুলেও এলোনা ফিরে।
দিন গড়িয়ে বিকেল নেমে আসে
মৃদু হাওয়া ছড়িয়ে। দিন পেরিয়ে
যায়, সূর্যটা ভোলে না নিত্য তার
আঁধার ঘরে ফিরে যেতে।
দিন গড়িয়ে বিকেল নেমে আসে মৃদু হাওয়া ছড়িয়ে। দিন পেরিয়ে যার,
সূর্যটা ভোলে না নিত্য তার … আঁধার ঘরে ফিরে যেতে। সুন্দর প্রকাশ।
চমৎকার উপস্থাপন , পাঠে মুগ্ধ।
সত্যই চমৎকর লেখেছেন কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল———–