আড়াল

“ভালো আছি” বললেই
ভালো থাকা যায়না রে মন।
যখন ভাবনারা টুপটাপ ঝরে পড়ে,
স্বপ্নগুলো রয়ে যায় অধরা,
না বলা কথা আর হয়না
বলা জনমে জনমে।

তখনও পাখির পালকের মতোন
ভেসে ভেসে
ভালো থাকো তুমি মন?
কাহারে বোঝাও সেকথা?

কিছু বেদনা পাঁক খায় বুকের মোচড়ে,
চোখে ফুটে ওঠে কিছু যন্ত্রণা।
ওষ্ঠে তখনও হাসির সুধা মেখে
কারে কি বলো গোপনে তুমি সখা?

প্রাণের পরে প্রাণ রেখে
জেনেছি যে কথা,
কোনো ধোঁয়াশাই তারে
করেনি আড়াল,
তোমারই বোঝা হয়ে
ওঠে নাই জানি তা।

তবু আমাকেই কেন বোঝাতে
চাও বলো তুমি সেই মিথ্যা?

2 thoughts on “আড়াল

  1. “ভালো আছি” বললেই ভালো থাকা যায়না। ___ অসীম এই অনুভব কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।