হাওয়ায় বেঁধেছি ঘর,
নড়বড়ে খুটি তার,
টালমাটাল এলোমেলো
বাতাসে যখন তখন।
প্রখর গ্রীষ্মতাপে, সজল বরষায়,
হিমহিম শীতের প্রকোপে
কেঁপে কেঁপে খসে পড়ে
নোনাধরা পলেস্তারা তার।
মায়ার কাদামাটিতে লেপা
শীতল মেঝেতে গড়াগড়ি
খায় অপার শান্তিসুখ।
সান্ধ্য আলোয় দূর
আকাশের তারাগুলো
মিটিমিটি আলো দেয়
চাঁদের চাঁদোয়ায়।
তবু হে উদাস পবন,
তুমি এসে ছিড়েখুঁড়ে
ফেলো আমার পাঁজরে
বোনা ছাউনি কেন
অবুঝের মতোন?
সুন্দর কবিতা।
বেশ । ভালো থাকুন।
ভালো লাগল।