ছিন্নপত্র

দূর বহুদূর আরো আরো সুদূরের পথ পেরিয়ে এইখানে নিরজনে
ডাহুকের জল ছপছপ শাপলার রঙে মাতাল সময়ে থেমে গেছে আমাদের প্রেম। ছিন্নমূল গানের কলি পথশিশু যেন খুঁজে পেলো আকাশের নীচে ঝোড়োবৃষ্টি থমকে যাওয়া এক সুখনিদ্রার মিউজিক নোটেশন।

এখানে তুমি ছাড়া সময় বয়ে চলে
তুমিময় আলোর গতিতে আমাদের
চেনা গ্যালাক্সি পার হয়ে পড়শির পানে। ভুলে যাওয়ার সাঁড়াশী অভিযান তবু ওৎপেতে রয়, ঠিকানাহীন সারমেয় সন্তানের মতো
মৃত্যু-বিষ ইনজেকশনে কবে তুলে দেয়া যাবে অামাদের না লেখা ছিন্নপত্রগুলি দমকা হাওয়ার মিউনিসিপালিটি ট্রাকে?

সে চলুক তার মতো,
আমরা বাঁধা পড়ি অামাদের
প্রগাঢ় অালিঙ্গন অালাপনে।

3 thoughts on “ছিন্নপত্র

  1. "সে চলুক তার মতো,
    আমরা বাঁধা পড়ি অামাদের … প্রগাঢ় অালিঙ্গন অালাপনে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।