ব্যবধান

কবির ও বিষয় ভাবনা থাকে,
বাঁচতে হয় খেয়ে পড়ে।
নয়টা-পাঁচটার দৌড়ে ঊর্ধ্বশ্বাস
না ছুটলে তার চুলোতেও
জ্বলেনা আগুন।

কবিতা তার দগ্ধ হয়
সুখ্যাতির লোভে, প্রত্যাখ্যানের
ব্যথায় কিংবা ঈর্ষার নীল বিষে।
তার মিটারেও জ্বলে লালবাতি।
বৈষয়িক বিষয়-আশয় আঁকড়ে
ধরে দুটি হাত, পায়ে পড়ায়
লোহার শেকল নিত্য বেলা।

ধুলোমাখা পথে যেতে যেতে
তবু সে আকাশ দেখে, দেখে
বাতাসের লুটোপুটি খেলা
ফুটপাতে ওড়া বাসি
খবরের কাগজে।
বৃষ্টিতে নেয়ে সে খুঁজে নেয়
ফোটা ফোটা সুখের বিন্দু।

তোমরা যখন শুধুই
মুদ্রা গুনে চলো
মুদ্রাদোষের মতো,
পৃথিবীসম বিরাট ব্যবধানে
দাঁড়িয়ে সে তখন খুঁজে চলে,
একফোঁটা মানবতা তোমাদের
ঠুলি আঁটা লালসার লালায়
জারিত চোখের ভাঁজে।

4 thoughts on “ব্যবধান

  1. সুন্দর কবিতায় অফুরান শুভেচ্ছা প্রিয় কবি রোখশানা রফিক। নিরাপদ থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনবদ্য কাব্যিক প্রকাশ, শুভেচ্ছা নিরন্তর কবিপ্রিয়।        

মন্তব্য প্রধান বন্ধ আছে।