না বলা কথা

আমি কাহারে কি যেন
বলিতে চাই! সে কথা থাকে
চোখে, মনের গভীরে,
বুকের গোপন ভাঁজে।

কিছু বলি তার আনমনে,
কিছু শোনাই মেঘ পাখিদের,
কিছু দিয়ে গাঁথি মালা গল্পের।
তবু ফুরোয় না!

এরা রয়ে যায় না বলা কথা হয়ে,
না পাওয়া স্বপ্ন হয়ে, না দেখা
ভোর হয়ে। তবু ঘুরেফিরে কি কথা
যেন আমি কাহারে বলিতে চাই!
কাহারে বলিতে চাই সে কথা আমি?
আমি নিজেও কি তা জানি ছাই!

3 thoughts on “না বলা কথা

  1. ছোট্ট বক্তব্যে সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.   অনিন্দ্য  সুন্দর  উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।