মধ্যবিত্ত মাটির চেনা গন্ধ // রুকসানা হক

অযুত বর্ষ ধরে মধ্যবিত্ত-মাটির চেনা গন্ধে
পুড়ছে জীবন !
এ মাটিতে দাঁড়িয়ে কেউ কখনো বুনোনীল আকাশ দেখে না
এখানে পা রেখে কেউ অন্তঃসত্বা নদীর গুন্জন ও শুনতে পায় না,
অন্ধকারের কঠিন ক্ষত তাদের চোখের পাতায় গাঢ় হতে হতে কেবলি মেঘ হয়ে যায় ,
অরন্যের একচেটিয়া রিক্ততায় তারা বিনিদ্র থাকে মধ্যরাত অবধি।

মধ্যবিত্ত-মাটি মানেই
বিরহী পাখিদের গোপন পিয়াস; ফসলের বিমুখ ঘ্রান
কষ্ট শিশিরে ঘাস ফড়িং এর আধেক স্নান
জীবনের ক্ষতে টুকরো টুকরো অশুদ্ধ উত্তাপ !

এ মাটি মানেই ললাটের ভাঁজে স্তূপীকৃত স্বেদজল, দুঃখ অতল;
অযুত শূণ্যতার হাহাকারে শূণ্য আঁকা করতল।

এ মাটিতে দাঁড়ানো বিবেক সত্য উচ্চারণের সনদ হারায়,
লুন্ঠিত আকাশের কষ্টে অশ্রুপাত করতে ও ভুলে যায় ।
অব্যক্ত যন্ত্রণা পুষে রাখে বনজারুলের গায়ে, বুকের বাঁয়ে !

নিজস্ব কক্ষপথে থেমে থাকা বিষন্ন বিকেলগুলো ছুঁয়ে থাকে বলে
মধ্যবিত্ত আত্মাভিমানে উচ্চাকাঙ্খার সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে থাকে প্রজাপতি মন,
সমাজের রুক্ষ চোখের নির্মম চাহনী ঘিরে রাখে তাদের আটপৌরে স্বপন ।

মধ্যবিত্ত-মাটি মানেই জীবনমেলায় জীবন বেঁচে জীবন কেনা,
আক্ষেপের ক্ষরণ শুষে ঝুপঝাপ শ্রাবণের পিয়াস, মৃত্যু-বিশ্বাস;
মধ্যবিত্ত-মাটি মানেই অযুত বছর না মেটানো জীবনের দেনা;
তবুও সূর্য পুড়ে-খাক এ মাটিই নাহয় হোক আমার আজন্মের নিঃশ্বাস।

10 thoughts on “মধ্যবিত্ত মাটির চেনা গন্ধ // রুকসানা হক

  1. খুউবি ভাল একটি লেখা হয়েছে দিদি ভাই। সতত ব্যস্ততার মাঝে এমন লেখাটি সত্যই শ্রমসাধ্য। প্রতি লাইন অনুভব করবার মতো। শুভেচ্ছা নিন। 

    1. লিখালিখি ছেড়ে দিয়েছি বললেই চলে দিদিভাই।  ভালো লেগেছে জেনে খুশি হলাম।  ধন্যবাদ। 

  2. এ মাটি মানেই ললাটের ভাঁজে স্তূপীকৃত স্বেদজল, দুঃখ অতল;
    অযুত শূণ্যতার হাহাকারে শূণ্য আঁকা করতল।

    বাস্তববোধন এই কবিতা। শুভেচ্ছা বোন।

  3. এ মাটিতে দাঁড়িয়ে কেউ কখনো বুনোনীল আকাশ দেখে না
    এখানে পা রেখে কেউ অন্তঃসত্বা নদীর গুন্জন ও শুনতে পায় না,
    অন্ধকারের কঠিন ক্ষত তাদের চোখের পাতায় গাঢ় হতে হতে কেবলি মেঘ হয়ে যায় ,

     

    * আজ সব ভালো কবিতাগুলো পড়ছি>>> https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    শুভরাত্রি। 

    1. কবিতায় পাঠকের স্বীকৃতি লিখিয়েকে আরো বেশি লিখতে উদ্বুদ্ধ করে —- আপনাকে তাই অনেক ধন্যবাদ।

  4. সত্যি যারপরনাই মুগ্ধ হলাম আপু। আপনি আমাদের অনেকের থেকে ঢের ভালো লেখেন। মনে হলো প্রতিষ্ঠিত কোনও দৈনিকের সাহিত্যপাতার কবিতা পড়ছি। অনেক শ্রদ্ধা ও শুভকামনা রইলো।               

    1. ভালো লিখি কি না জানিনা ভাই, লিখে যাই মন খুশি মতো।  আপনাদের ভালো লাগে সেটা আপনাদেরই বদান্যতা।  ভালো থাকুন।  কবিতার পাশে থাকুন ।শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।