তোমাদের ছায়াগুলো হাড়ছাড়া হয়ে যায়

যেদিন তুমি আমার অমীমাংসিত রূঢ়তায় মাউথঅর্গানের কষ্ট মাখিয়েছিলে
সেদিন থেকেই আঁচলে পুরে নিয়েছি এ শহরের রক্তাক্ত মুখ,
প্রতি সন্ধ্যায় হারানো হাতপাখাটির খোঁজে
তোমার বুক হাতড়ে বেড়াই,
ওখানে দুগ্ধপোষ্য শব্দের মিনমিনে হাহাকার গুণি।

অথচ পঁচিশে মার্চের গণমিছিলে উজ্জ্বল রোদ সদম্ভে দাঁড়ালে
প্রচন্ড শব্দে কেঁপে উঠেছিল বৈরি প্রাসাদ।

ইতিহাস কঁকিয়ে উঠুক তা কি তুমি চাও?
বারবার অর্থহীন দম্ভ বিছিয়ে নিরুত্তাপ করো বিলাসী ভাতঘুম,
তোমার নির্লিপ্ত ডানায় ঝুলে আছে জেব্রাক্রসিং এ পিষ্ট শুকপাখির মৃতদেহ,
তবু মাউথঅর্গানে বেজে চলে বুনিয়াদি মিথ্যের ঝোল।

শহরের অশিষ্ট জানালায় ধুপধাপ ক্লান্তি বিছিয়ে
কেটে পড়ে একাত্তরের ঘাতকচক্র,
মার্চ এলেই রক্তের হোলিখেলায় মেতে ওঠে
পুরোনো পাপ,
পাখিদের উদ্যমী ছুটে চলা থামিয়ে দিতে তুমি হাত মুছো রাস্তার নুড়িতে।

বাতাস এখনো বয়ে চলে ছাদে ও কার্ণিশে তুমি হয়তো জানোনা
আকাশের সমস্ত অভিমান জড়ো হলে দুর্নিবার বিস্ফোরণ ঘটে
তোমাদের ছায়াগুলো হাড়ছাড়া হয়ে যায়,
আর তুলতুলে মাংসপিণ্ড ঘৃণায় খামছে শুকপাখি চিৎকার করে উঠে,
“এ আমার বাংলাদেশ
বারবার রক্ত দেবো, রাঙিয়ে দিয়ে যাবো সীমানাপ্রাচীর”।

16 thoughts on “তোমাদের ছায়াগুলো হাড়ছাড়া হয়ে যায়

  1. কিছুকাল পর মনে হয় আপনার লিখা পড়লাম। সুন্দর লেখেন আপনি।

    1. মোবাইল পরিবর্তনেেের কারণে ব্লগের ঠিকানা হারিয়ে ফেলেছিলাম । ধন্যবাদ আপনাকে।       

  2. দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে লিখাটিতে কবি বোন। শুভেচ্ছা জানাচ্ছি।  

    1. আমি কৃতজ্ঞ দাদা। কবিতার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে    ।  

    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতায় সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।           

  3. আপনার কবিতা বরাবরই ভীষণ সুন্দর হয়। আমার ভাল লাগে। অভিনন্দন দিদি ভাই। 

    1. দিদিভাই তুমি যে আমাকে ভালবাসো তা তো আমি জানি ।শুভেচ্ছা নিয়ো ।      

  4. কবিতার শব্দ সীমানা এতোটাই কমপ্যাক্ট যে, কোন বিশেষ লাইন কোট করার সুযোগ খুব কম। কবিতাটি শব্দনীড়ের পাঠকদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    1. আপনার চমৎকার মন্তব্য বরাবরই আমাকে উৎসাহিত করে। ভালো থাকুন সবসময়।           

  5. কবিতাটার ভাজে ভাজে কবিতা লিখা পেলাম; সেসবের প্রতিটাতেই অনেক বড় বড় গল্প আছে! বীরত্ব, বিদ্রুপ, কষ্টের গল্প; মার্চের। আমাদের স্বাধীনতার ইতিহাস জানলে এই কবিতার কোষে তার ছবি পাওয়া যাবে! 

    মনকাড়া সব উপমা; দারণ বুনন- সব মিলিয়ে ভীষণ পরিপক্ক একটা লেখা!

    "প্রতি সন্ধ্যায় হারানো হাতপাখাটির খোঁজে/তোমার বুক হাতড়ে বেড়াই"—- মুগ্ধতায় মন ভরে গেল!

    1. অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য । কোন কবিতা পাঠকের গ্রহণযোগ্যতা পাবে তা আসলে বলা মুশকিল ।    

  6. কবিতা ভাল লেগেছে। 

    শব্দের খেলা ও উপমা আকর্ষণ করার মত। 

    শুভেচ্ছা রইল। 

    1. চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।        

  7. তোমাদের ছায়াগুলো হাতছাড়া হয়ে যায়,

    আর তুলতুলে মাংসপিণ্ড ঘৃণায় খামচে শুকপাখি

    চিৎকার করে উঠে ,

    "এ আমার বাংলাদেশ !

    বারবার রক্তদেবো, রাঙিয়ে দিয়ে যাবো সীমানাপ্রাচীর।" চমৎকার প্রকাশ করেছেন কবি‌ আপু।শু শুভেচ্ছা প্রতিনিয়ত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ আপু ।শুভেচ্ছা অনিঃশেষ।  ভালো থাকুন সবসময় ।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।