রক্তের মেয়েকণা // রুকসানা হক

যখন মেয়েদের বুকের ভেতরে তৃষ্ণার কঠিন অনুবাদ,
জলরঙ জলাশয়ে নামে একদল জোনাকির গন্ধ ,
হা পিত্যেশের শহরে
কোন চাঁদচিঠি মেয়েদের ঘুমের মসৃণে পৌঁছায় না ,
শুধু বুকের গভীরে শিষ দেয় গতবসন্তের অলীক চাহনী ।

এখনো আকাশে মেয়েদের পালক ফোটেনি ,
এখনো মেঘের কাছে মেয়েদের চোখজল ফর্সা হয়নি ,
মেয়েদের বুকে নামে চাপাতির নৃশংস পিয়াস
মোমরঙ চিঠি ঘুম হয়ে নামে না তাদের চোখে ।

অনেকগুলো গানের অন্তরা ছুঁয়ে
মেয়েগানে কেবলই কান্না বাজে ,
অনেকগুলো রক্তের কণায় মেয়েকণা তৃষ্ণার্ত থাকে ,
অনেক অনেক নিঃশ্বাসের অরণ্যে
মেয়েশ্বাসেরা দমচাপা থাকে ,
দু’মুঠো সুবাতাস চেয়ে মেয়েপাখির ডানা এখনো
মেঘ ছুঁতে পারে না ।

সাত আকাশ ভরা ঐশ্বর্যভাষায় মেয়েদের স্তুতি শোনা যায় ,
সাতনদীর মোহনায় মায়াবী মেয়ের হাতছানি কবিতা হয় ।
অথচ রক্তের মেয়েকণা ঘাসের সবুজ শুষে নিতে থাকে ,
মেয়েস্তুতি আর হাতছানি কবিতারা লজ্জিত হয় না তবু ।

22 thoughts on “রক্তের মেয়েকণা // রুকসানা হক

  1. প্রিয় শ্রদ্ধেয় কবি,রহস্যময় কবিতা লিখেছেন,কবিতা বুঝার জন্য প্রতিটি লাইনে লাইনে ভেবেছি,কবিতায় অনেক কথা লুকিয়ে আছে,আশা করছি পাঠকরা বুঝে নিবে একজন গুনি লেখকের কবিতা। ভাল লাগা রেখে গেলাম শ্রদ্ধাভাজন কবি।

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে । মন্তব্যটি আমার জন্য উৎসাহব্যঞ্জক। এভাবেই কবিতার পাশে থাকুন । শুভকামনা নিরন্তর।              

  2. প্রতিটি লাইনে অনেক গভীর মন দিয়ে পড়েছি, বুঝার আছে অনেক কিছু। শুভকামনা প্রিয় কবি, রুখশানা হক ।।

    1. মন দিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।      

  3. আপনর সরল ও সুন্দর কাব্যভাবনায় মুগ্ধ হলাম প্রিয়কবি। কবিতার গভীরে নিহিত আছে প্রকৃতির নিবিড় পরশ।
    সুন্দর কাব্যভাবনায় কবিতাটিতে পরিস্ফুটিত হয়েছে সৌন্দর্যের অপার মহিমা।
    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. আপনার চমৎকার অনুভূতি আমার কবিতাকে সুধন্য করেছে কবি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।        

  4. আপনর   নয় আপনার হবে।
    মার্জনা চাইছি।

  5. অনন্য কাব্য।নিপুণ কাব্যশৈলীতে ভরপুর।

    অনেক ভালোবাসা।

    1. মন্তব্যেে প্রাণিত হয়েছি। শুভকামনা নিরন্তর ।   

  6. ভালো লাগলো! বর্তমানে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি সত্যিই দারুণ উদ্বীগ্ন হওয়ার মতো। আপনার মতো আমিও পরিত্রাণ চাই, মুক্তি চাই।            

     

    শুভেচ্ছা সবসময়।

    1. মুক্তির আলো অন্ধকারে চাপা পড়ে আছে । কবে যে এর পরিত্রাণ কে জানে?  শুভেচ্ছা আপনাকে।      

  7. ক্ষমা করবেন,এ শহরের বিলবোর্ডে আমার প্রেমের বিজ্ঞাপন পোস্টে মন্তব্যের জবাব দেখে আসবেন প্রিয় শ্রদ্ধাভাজন।

  8. আপনার কবিতায় এক ধরণের প্রশান্তি খুঁজে পাই।
    কবি এবং পাঠকের নিবিড় সম্পর্ক এখানেই। শুভেচ্ছা জানবেন। :)

    1. আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে।  ধন্যবাদ আপনাকে।       

  9. সিস্টেম তৈরিকারক আমরা, সিস্টেম চালাইও আমরা, কাজেই আসল অপরাধীও আমরা।

    1. সুন্দর অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলোই নির্মম সত্য । ভালো থাকুন।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।