শূন্য হাঁড়ির বন্য ব্যথা // রুকসানা হক

নেবো নাকি না নেবোনা ,
সব কিছুই তো ছেড়ে দিলাম
জমিজিরেত নাকের নোলক ভাতের হাড়ি
ঘরের মানুষ কোন কিছুর নেই দাবি আর ।

নিতে গেলেই জমি ফেটে দু’ভাগ যে হয়
ভাতের হাঁড়ি পুড়তে থাকে কাঠ উনুনে
নাকের নোলক ভাসতে থাকে
জল দীঘিতে স্নানের শেষে ।
আমার কি আর মনের মানুষ থাকতে আছে
উঠোন জুড়ে ঝরা পালক মৃত আশা ।

নেবো নাকি মনটা শুধু নিতেই যে চায়
দাবি ছাড়ার দুঃখ যে কি আমিই বুঝি
জমির বুকে জলবিরানী কষ্ট কেবল
ধ্বংস দেখি,আগুন দেখি ।

শোবার ঘরে ভারী পায়ের শব্দ যখন
মাথার ভেতর ঘুরে বেড়ায়
কেমন করে নিতে পারি
ভেজা মাটির গন্ধটুকু কিংবা প্রিয় মায়াদেহ
সব দাবিই তো ছেড়ে দিলাম দুঃখ বিনা
মনের মানুষ মন ছাড়ে না
জমির আলে সুখ থাকেনা
নাকের নোলক ভিজে থাকে চোখের জলে
শূন্য হাঁড়ি বন্য ব্যথায় কেঁদে মরে
দাবি ছাড়ার দুঃখ যে কি আমি বুঝি ।

ইচ্ছেগুলো নিভতে থাকে চিকন রেখায়
জমির বুকে দহন নেভার
একটুখানি জল মিলেনা — ইচ্ছে নেভে ,
মায়ার নোলক পড়ে থাকে প্রিয়জনের পায়ের নিচে
ভাতের দাবী আর তুলি না
কন্ঠ চেপে ধরে আছে সাত শকুনি ।

না নেবো না কথা দিলাম
সবকিছু আজ ছেড়ে দিলাম দাবি ছেড়ে
মনের মানুষ মন ছেড়ে দাও
নোলক থেকে হাতটা সরাও
ভাতের হাঁড়ি শূন্য থাকুক
জমি জিরেত যাক পুড়ে যাক ছেড়ে দিলাম।

9 thoughts on “শূন্য হাঁড়ির বন্য ব্যথা // রুকসানা হক

  1. শূন্য হাঁড়ির বন্য ব্যথা। সত্যই অতূল্য একটি কবিতা। কোন কবিতার বক্তব্য স্পষ্ট না হলে আমি অন্তত সেটাকে সৎ কবিতা বলতে পারি না। অল্প বিস্তর হলেও আপনার এমন জীবনমূখী কবিতার অবয়ব; নিমগ্ন পাঠক মাত্রেই মুগ্ধ করবে এই বিশ্বাস আমার আছে। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. বই মেলায় নতুন  বই আসছে। "রোদ বেচে কিনি রাত্রির অধিকার"। 

       

      অনেক ধন্যবাদ আপনাকে। শরীর কেমন এখন। প্রার্থনা করছি দুঃসময় কেটে যাক। নিজের খেয়াল নেবেন।        

      1. ধন্যবাদ কবি। আমার শরীর আগের চেয়ে অনেকটাই সুস্থ্য হবার পথে। আগামী সপ্তাহে অপারেশন পরবর্তী চেকআপের জন্য ঢাকায় যাবো। বাকিটা আল্লাহ সহায়। দোয়াপ্রার্থী।

  2. নেবো নাকি মনটা শুধু নিতেই যে চায়
    দাবি ছাড়ার দুঃখ যে কি আমিই বুঝি
    জমির বুকে জলবিরানী কষ্ট কেবল
    ধ্বংস দেখি,আগুন দেখি ।

    একটি অনন্য বোধের পক্ষে সুলিখিত কবিতা …খুব ভালো লাগলো …https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif
    ভালবাসা ও শুভেচ্ছা রইল – 

    1. চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।        

মন্তব্য প্রধান বন্ধ আছে।