অতঃপর কোন এক অভিশপ্ত বিকেলে

আমার নিজস্ব কোন গগণ নেই,
যেখানে তুমি পূর্ণিমার সুধানিধি হয়ে দৃশ্যমান হবে।
নেই কোন সুন্দর ইরাবান,
যেথায় তোমায় স্বপ্নলোকের রানী বানাবো।
তবে পুরনো একটি ছনের গড়া,
আমার একটি ঘর আছে।
আছে -জলধারার নামে চোখের ভিতর,
ভালবাসার নোনাজলে ভরাট দুটি কর্ণিয়া।
ওতে কি হবে তোমার?
খুজে নিতে পারবে কি সেখান থেকে,
তোমার ভালবাসাটুকু অবসরে।

অথচ
তোমার শহরজুড়ে এখনো আমি,
তৃষ্ণাতুর কাতর হয়ে তোমায় খুজে বেড়াই।
ভেজালমুক্ত এক নীল আকাশের শহরে,
তোমার নামের ঐ নীল ঘুড়িটা উড়াই।

একুশ পেরিয়েও তোমার ঠিকানা পেলাম না,
অজস্র লেখা রজনী বিসর্জন দিয়ে চিরকুটের প্রাপক পেলাম না।

ধরে নিবো কি এ আমার ব্যর্থতা?

কতগুলো কবিতা গুমড়ে কেঁদে যাচ্ছে,
তোমার ঠিকানায় পৌছবে বলে।
কতগুলো চিরকুট আহাজারি করছে,
তোমাকে প্রাপকের পরিচয় দিতে চায় বলে।
কতগুলো শব্দ অভিমানের ছলে হারিয়ে গেছে,
তোমার প্রেমছোঁয়া না পাবার কষ্টে।
তবুও তুমি সে দূরেই পড়ে আছো!

থাকো।
তুমি সুখবিলাসে সে দূরেই সুখ করে যাও
আমি স্মৃতির বাক্সে কয়েদ করে রাখবো,
উপচে পড়া সে ঘেন্নার প্রতিচ্ছবি।
চিরকুটের পাতায় লিখে রাখবো,
অবহেলিত আহত প্রতিটি শব্দ।

অতঃপর
কোন এক অভিশপ্ত বিকেলে,
তোমার দ্বারস্থ হবো।
খুব আনন্দের সহিত আমার কষ্টগুলো,
তোমার হাতে সঁপে দিবো।
আমার স্মৃতির সমুদ্রতটে,
তোমাকে স্বাগতম জানাবো।
সেথা হতে তুমিও কেঁদে কেঁদে আমাকে বুঝ দিবে,
অবহেলার পর্দা উচিয়ে বলবে,
তোমাকে আর চেনা হলো না!

.
ছবি: নিজের তোলা।
তারিখ: পহেলা আষাঢ় ১৪২৬ বাংলা
স্থান: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ ২০১৪।

শাহাদাত হোসাইন সম্পর্কে

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার। তুমি দাড়িয়ে আছো আমার আশায় আমি অপেক্ষায় আছি যাবো কখন! একটা কৃষ্ণচূড়া গাছ।শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ। বয়স: ২১ উচ্চতা: ৫.৬ ওজন: ৭০( উঠা-নামা করে) রক্তের গ্রুপ: (o+) পজেটিভ গায়ের রং: একেবারে সুন্দর অবিবাহিত।

21 thoughts on “অতঃপর কোন এক অভিশপ্ত বিকেলে

  1. সতত শুভেচ্ছা রইলো শাহাদাত ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কবিতায় আপনার প্রত্যয়ের নিষ্ঠা আমাকে অভিভূত করলো ভাই। শুভেচ্ছা। :)

    1. ধন্যবাদ প্রিয় শাকিলা তুবা,কবিতা স্বার্থক হয়েছে। 

  3. মুগ্ধ করেই ছাড়লেন দেখছি শাহাদাত হোসাইন ভাই। নিরন্তর শুভকামনা। শুভরাত্রি।

    1. ধন্যবাদ প্রিয় সুমন আহমেদ ভাই,চেষ্টা চলছে আরো। ভালবাসা জানিবেন। কবিতা স্বার্থক হয়েছে আপনার মন্তব্যে।

  4. আমাদের সময় কখনও অভিশপ্ত হয় না। আমাদের সময় মন্দ যায়। সুখসময় ফিরে এলে দুঃসময়কে স্বপ্ন মনে হয়। কবিতাটি সুন্দর লিখেছেন মি. শাহাদাত হোসাইন। :)

    1. সুন্দর বলেছেন প্রিয়, মন্তব্য ও পাঠে কৃতজ্ঞ রহিলাম আপনার তরে, ভালবাসা জানিবেন। 

  5. একুশ পেরিয়েও তোমার ঠিকানা পেলাম না,
    অজস্র লেখা রজনী বিসর্জন দিয়ে চিরকুটের প্রাপক পেলাম না।

    আপাতত ব্যর্থতার খাতায় না তুলে বরং নতুন উদ্যেমে যাত্রা শুরু করুন ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ সৌমিত্র,ব্যর্থতা থেকেই শিক্ষা ও জয় লাভ হয়। 

  6. কবিতার জন্য শুভেচ্ছা রইলো ভাই। আনন্দে থাকুন। :)

  7. দিন হোক শুভ এই প্রত্যাশা কবি দা। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  8. অথচ
    তোমার শহরজুড়ে এখনো আমি,
    তৃষ্ণাতুর কাতর হয়ে তোমায় খুজে বেড়াই।
    ভেজালমুক্ত এক নীল আকাশের শহরে,
    তোমার নামের ঐ নীল ঘুড়িটা উড়াই।

    অনুভূতির সুন্দর প্রকাশ। অভিনন্দন প্রিয় কবি শাহাদাত হোসাইন ভাই

    1. ধন্যবাদ প্রিয় অাদেল পারভেজ,ভালবাসা নিরন্তর। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।