মুনাজাত

হে প্রভু!
যতদিন তুমি বাঁচিয়ে রাখো, এই যে ধরণীতে
সুখ কি-বা দুঃখ আসুক, ভাবনা নেই তাতে
পাশে শুধু থেকো তুমি, এটাই আমি চাই
পথ হারিয়ে কভূ যেনো, বিপথে না যাই

শক্তি শুধু তুমি আমার, নয়কো অন্য কিছু
শয়তানের ঐ ছোবল যেনো, নেয়না আমার পিছু
কেঁদে কেঁদে দুহাত তুলে, তাই মুনাজাত করি
ধরার বুকে যদ্দিন আছি, তোমায় যেনো স্বরি

চলতে পথে আসতে পারে, বাঁধার পাহাড় যত
শক্তি দিও ধৈর্য্য ধরে, থাকতে পারি তত
তবুও তুমি ক্ষমা করো, ওহে আমার প্রভু
এক লহমাও রেখো না দূরে, তোমার থেকে কভূ

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

5 thoughts on “মুনাজাত

  1. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতাআলা আমাদের মুনাজাত কবুল করুন। আমিন।

    শুভেচ্ছা এবং শুভকামনা মি. সাইদুর রহমান। ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।