কাল্পনক

রঙ্গশালা

কত রঙে, কত ঢঙে, চলছে জীবন বক্রতালে
কত সময়ে-অসময়ে হারিয়ে যাচ্ছি মায়াজালে
কত জীবন মুহুর্মুহ, তলিয়ে যাচ্ছে সম্মুখপানে
কত মানুষ দলছুট হয়ে, ঘুরে বেড়াচ্ছে সন্দর্পনে

শত মানব গড়ছে সদা, পবিত্র ধরা রঙ্গশালা
শত জনে করছে গল্প, কথার মধ্যে মিথ্যে মশলা
শত জনম চলছে এমন, আগামী বিশ্ব অপেক্ষমান
শত যুগের ইতিহাস দেখো, এটাই তার জ্বলন্ত প্রমাণ

পৃথিবীর এই আবাসভূমে, করছে মানুষ কত কর্ম
পৃথিবীর সেই আদি থেকে, চলছে শত বাণিজ্য ধর্ম
পৃথিবীর সেই শুরু থেকে আসছে চলে শত মেলা
পৃথিবীর এই মানুষ সকল বানিয়েছে ধরা রঙ্গশালা

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

4 thoughts on “রঙ্গশালা

  1. শব্দ এবং ছন্দ মিলের লিখা আমার কাছে সব সময়ই আদরনীয়। ভালো লাগে পড়তে। কোন এক কালে টুকটাক লিখার চেষ্টাও করেছি। ইচ্ছে হয় আবার চেষ্টা করি। সময় এবং সংসার দুটোই যেন পুরোদমে আমাকে অস্থির রেখেছে। সতত ইচ্ছে থেকেও পারি না।

    লিখাটি নিঃসন্দেহে ভালো হয়েছে। অল দ্য ভেরি বেস্ট মি. সাইদুর রহমান। heart

  2. দারুণ ভাবে লিখেছেন পড়লাম। শুভেচ্ছা জানুন কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।