শহুরে রাত ও দুঃখ বিলাস

আঁধারের ছিটাফোঁটা নেই কোথায়ও
আলো ঝলমলে রাস্তার ল্যাম্পপোস্টের স্পষ্ট
অবলীলায় মৃদুমন পথচারী
কোথায়ও কোলাহল নেই,সময়-ঘণ্টা
অবিরাম অবিনশ্বর রাতের মায়ায় ডুবে যায়।

কিছু মানুষ রাত জেগে!
ঘর নেই, সংসার নেই
সংগ্রামী জীবন নেই
আছে শুধু বেঁচে থাকার জগদীশ্বর প্রচেষ্টা।

জীবনে যখন চাওয়া পাওয়া বলে কিছু থাকেনা
স্বপ্নের কোন রঙ থাকেনা
নষ্টালজিক ধূসর রাতে নোঙ্গর করে
কল্পনার রঙ মেঘলা আকাশে ভেসে যায়
দূরের নক্ষত্রে,আর অবশিষ্ট সুখ যাপিত হয় দুঃখ বিলাস।

বেওয়ারিশ কুকুর গুলো এপার-ওপার করে
কখনও পথচারীর সঙ্গী হয়!
কখনও আবার পালিয়ে বেড়ায়!
দৃশ্যমান অদ্ভুত নিজস্ব তায় স্থায়ী রাত
স্বপ্নের চূড়ায় হাবুডুবু খায়
পার্টি সেন্টার,নাইটক্লাব, পানশালা,
ভদকা, হুইস্কি উৎসব।
কিছু মানব লুটে নেয় অবলীলায় সর্বত্র।

(অসমাপ্ত)

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

15 thoughts on “শহুরে রাত ও দুঃখ বিলাস

  1. স্বপ্নের কোন রঙ থাকেনা
    নষ্টালজিক ধূসর রাতে নোঙ্গর করে
    কল্পনার রঙ মেঘলা আকাশে ভেসে যায়
    দূরের নক্ষত্রে,আর অবশিষ্ট সুখ যাপিত হয় দুঃখ বিলাস।
    কবিতার প্রতিটি চরণ সত্যিই মুগ্ধ হয়েছি অনেক। শুভ কায়ামমা প্রিয় কবি , শান্ত চৌধুরী ।

  2. সত্য প্রকাশ হয়েছে কবিতায়। শেষের লাইনে চরম বাস্তবতা তুলে ধরেছেন কবি। ভাললাগা জানিবেন প্রিয়।

  3. অসমাপ্ত হলেও কবিতার স্নিগ্ধতায় মুগ্ধতা প্রকাশ করছি মি. শান্ত চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. দুঃখ বিলাস কবিতার ধারাবাহিকতায় এই কবিতাটিও সুন্দর হয়েছে কবি শান্ত ভাই।

  5. সুন্দর লিখেছেন কবি শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।