ভাবনার দিগন্ত।
আমার অস্তিত্ব জুড়ে কবিতা
আমি কবিতাকে ছুঁয়ে যাই।
কবিতাকে আঁকড়ে ধরি
কবিতাকে রাখি অন্তহীন।
আমার অস্তিত্ব জুড়ে কবিতা
কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানুষ।
কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি প্রেম
কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানবতা।
আমার অস্তিত্ব জুড়ে কবিতা
কবিতা অবিনশ্বর।
কবিতা সৃষ্টির উল্লাস
কবিতা মহাকালের মহাকাব্য।
কবিতার অস্তিত্ব জুড়ে সোনালী চত্বর
কবিতার অস্তিত্ব জুড়ে সৃষ্টিশীলতা।
কবিতার অস্তিত্ব জুড়ে খেয়াল
কবিতার অস্তিত্ব জুড়ে দেয়াল।
আমার অস্তিত্ব জুড়ে কবিতা
কবিতার অস্তিত্ব জুড়ে কবি।
কবিতার অস্তিত্ব জুড়ে দেশপ্রেম
কবিতার অস্তিত্ব জুড়ে প্রতিবাদ।
আমার অস্তিত্ব জুড়ে কবিতা
কবিতার অস্তিত্ব জুড়ে মুক্ত বিহঙ্গ
কবিতার অস্তিত্ব জুড়ে শ্লোগান।
কবিতার অস্তিত্ব জুড়ে বিজয়
কবিতার অস্তিত্ব জুড়ে স্বদেশ।
জ্বী কবিতা ছাড়া একদিনও চলা যায় না।
সুন্দর হয়েছে।
ধন্যবাদ
শুভ কামনা সতত
বেশ।
ধন্যবাদ
একজন কবি যে কোন ভাবনাই ফুটিয়ে তুলতে সক্ষম তার কবিতায়। কবিতা হলো মোমের আলোর মত। চারদিকেই ছড়ায়।
ধন্যবাদ
সতত শুভ কামনা
আপনার কবিতায় ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই।
ধন্যবাদ দাদা
কবিতা অবিনশ্বর।
কবিতা সৃষ্টির উল্লাস
কবিতা মহাকালের মহাকাব্য।
ধন্যবাদ প্রিয় দাদা
অনাবিল শুভ কামনা
কবি'র অস্তিত্ব জুড়ে শুধু ই কবিতা। অভিনন্দন কবি শান্ত চৌধুরী।
ধন্যবাদ
শুভ কামনা নিরন্তর
কবিতায় ভাবনার দিগন্ত মেলে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে গেলাম।
ধন্যবাদ আপু
শুভ হউক পথচলা
কবির অস্তিত্বে যে কবিতার বসবাস সেটা কিন্তু জানা ছিল প্রিয় কবি দা।
ধন্যবাদ রিয়া দি
নিরন্তর শুভ কামনা