প্রস্থান

এক সন্ধ্যায় আমি চলে যাবো
পাখিদের নীড়ে ফিরে যাওয়ার মিছিলে।
কিচিরমিচির স্লোগ্যান মুখোরিত সূর্যাস্তে
বেলা শেষের আন্তরীক্ষ অভ্রতায় ডুবে।
পুরনো প্রচীরের দেয়ালে তৈলচিত্রের
মতো ফেঁকাসে অস্তর্নিহিত আধাঁরে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

8 thoughts on “প্রস্থান

  1. কবিতা উপহারের জন্য শুভেচ্ছা কবি মি. শান্ত চৌধুরী। Smile

  2. ভালোবাসাময় ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।