ভালোবাসা ৩

তুমি যত কাল বলো
ভালোবাসি।
যত দিন বলো
ভালোবাসি।

যত বার বলো
ভালোবাসি।
তার চেয়ে বেশী
আমি, তোমাকে
ভালোবাসি।

তোমার জন্য বুকের জমিন
আবাদ করি।

তোমার জন্য সমস্ত ভাবনা
ধ্যান, জ্ঞান, সাধনা।

তুমি আমার স্বপ্ন বিলাস
তুমি আমার ভাবনার
অন্ত:করণ।
তুমি আমার
অন্ত:পুর,
স্বপ্নের দৃষ্টি বিলাস।

তোমার মায়াময় শোভা
তোমার মায়াময় দৃষ্টি
তোমার স্পর্শ,
অভিপ্রায়।

আমার ভাবনা বিলাস
আর পূর্ণ অন্তরঙ্গ
উচ্ছ্বাস।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

19 thoughts on “ভালোবাসা ৩

  1. এডমিন দৃষ্টি আকর্ষণঃ

    লেখার ফরমেট ঠিক থাকেনা। ফরমেট ঠিক না থাকলে লিখার ভারসাম্য নষ্ট হয়। ধন্যবাদ।

    1. উত্তরটা আমি দিচ্ছি মি. শান্ত চৌধুরী।

      শব্দনীড়ে প্রকাশিত লিখার ফরমেট অ্যালাইনমেন্ট জাস্টিফায়েড। কোন লাইন মধ্য স্থানে রাখলেও তা বাঁ দিকে চেপে থাকবে। এভাবেই তৈরী করা হয়েছে। 

      1. ধন্যবাদ দাদা

        তবে লেখার ফরমেট লেখকের একটি শৈল্পীক সৃষ্টি, যা পরিবর্তন হলে সত্যিই খারাপ লাগে।

    2. ঠিক তাই। কিছু করার নেই। এভাবে শব্দনীড়কে ডেভেলপড করা হয়েছে। :(

  2. কবিতা সুন্দর হয়েছে কবি শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ভালোবাসার কবিতার ৩য় পর্ব পড়া হলো। অভিনন্দন কবি ভাই। :)

  4. সিরিজের অন্যান্য কবিতার মতো এই কবিতাটিও সুন্দর হয়েছে কবি শান্ত ভাই। :)

  5. যত বার বলো
    ভালোবাসি।
    তার চেয়ে বেশী
    আমি, তোমাকে
    ভালোবাসি। 

    অপূর্ব অভিব্যক্ত।।

  6. সকাল সকাল ভালোবাসার অনবদ্য কথা শুনতে বা পড়তে ভালোই লাগে। শুভকামনা প্রিয় শান্ত চৌধুরী।

মন্তব্য প্রধান বন্ধ আছে।