নিষিদ্ধ শহর

নিষিদ্ধ শহরে
কোন সভ্যতা নেই
কোন মানবতা নেই
কোন ভালোবাসা নেই।

অথচ জীবনের প্রয়োজনে
এই শহরে যুগ-যুগান্তরের আবাস গড়ে।
বুনিয়াদ মাতাল তিলোত্তমা ডুবে যায়
উষ্ণতা খোঁজে নারীর দেহে।

নিয়ন আলোয় নেমে আশে
স্বর্গের স্পর্শ।
মহাজন নৈমিত্তিক উচ্ছ্বাসে
এলোমেলো বকে যায়।

কালের ঘড়ি টিং টিং সময়ে
ছুটে চলে আপন ঠিকানায়।
বাস্তবতায় ডুবে যায় নগর
অনন্তের পথে সীমাহীন গন্তব্যে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

14 thoughts on “নিষিদ্ধ শহর

  1. নিষিদ্ধ এ নগর যখন বাস্তবতায় ডুবে যায় তখন পথের সীমাহীন গন্তব্যের আপন ঠিকানায় … ছুটে চলাই নিরাপদ। অভিনন্দন কবি মি. শান্ত চৌধুরী। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।