নিষিদ্ধ শহরে
কোন সভ্যতা নেই
কোন মানবতা নেই
কোন ভালোবাসা নেই।
অথচ জীবনের প্রয়োজনে
এই শহরে যুগ-যুগান্তরের আবাস গড়ে।
বুনিয়াদ মাতাল তিলোত্তমা ডুবে যায়
উষ্ণতা খোঁজে নারীর দেহে।
নিয়ন আলোয় নেমে আশে
স্বর্গের স্পর্শ।
মহাজন নৈমিত্তিক উচ্ছ্বাসে
এলোমেলো বকে যায়।
কালের ঘড়ি টিং টিং সময়ে
ছুটে চলে আপন ঠিকানায়।
বাস্তবতায় ডুবে যায় নগর
অনন্তের পথে সীমাহীন গন্তব্যে।
নিষিদ্ধ এ নগর যখন বাস্তবতায় ডুবে যায় তখন পথের সীমাহীন গন্তব্যের আপন ঠিকানায় … ছুটে চলাই নিরাপদ। অভিনন্দন কবি মি. শান্ত চৌধুরী। ধন্যবাদ।
ধন্যবাদ দাদাভাই

চমৎকার লিখেছেন,,, শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ ভাই
কবিতাটি পড়লাম কবি শান্ত চৌধুরী ভাই। শুভকামনা।
ধন্যবাদ

নিষিদ্ধ শহরের কবিতা পড়লাম প্রিয় কবি শান্ত ভাই।
ধন্যবাদ দাদাভাই
ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। কবিতাটি পড়েছি।
ধন্যবাদ দাদাভাই
বর্তমানের চলচিত্র
ধন্যবাদ দাদাভাই
শুভেচ্ছা প্রিয় কবি শান্ত দা।
সুন্দর কবিতা।