চাঁদের শহর

চাঁদের শহরে আজ এলোমেলো-মেঘের
উচ্ছ্বাস নেই! উৎসব নেই জোনাকির।
এই শহরে চাঁদের উঁকিঝুঁকি
দীপ্ত নিয়ন আলোয় মিলিয়ে যায়
নবদীপ্ত কোলাহলে! এক টুকরো
মেঘের ছায়া পরেনা, কোথাও নেই
জোনাকির মেলা।কোথাও নেই।
অথচ জোছনা-মেঘ-জোনাকির
মেলবন্ধন প্রকৃতি ছুঁয়ে যায়।
দূরের কোন গাছের ডালে লক্ষি পেঁচা
রাত জাগা কণ্ঠে ডাকেনা, ডানা ঝাঁপটায়’না।
শহরে’ শহরে ট্রানজিট
দেয়ালে’ দেয়ালে সন্ধি,
মানবতা আজ রুঢ় কঙ্কাল
চাঁদের শহরে আজ আলো নেই।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

13 thoughts on “চাঁদের শহর

  1. বেশ কিছুটা বিরতির পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো কবি শান্ত চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অসাধারণ লিখেছেন কবি শান্ত চৌধুরী ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. অসাধারণ কাব্য কথায় ভালোবাসা কবি শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. শহরে’ শহরে ট্রানজিট
    দেয়ালে’ দেয়ালে সন্ধি,
    মানবতা আজ রুঢ় কঙ্কাল
    চাঁদের শহরে আজ আলো নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  5. কোথাও নেই জোনাকির মেলা।কোথাও নেই।
    অথচ জোছনা-মেঘ-জোনাকির; মেলবন্ধন প্রকৃতি ছুঁয়ে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।