চাঁদের শহরে আজ এলোমেলো-মেঘের
উচ্ছ্বাস নেই! উৎসব নেই জোনাকির।
এই শহরে চাঁদের উঁকিঝুঁকি
দীপ্ত নিয়ন আলোয় মিলিয়ে যায়
নবদীপ্ত কোলাহলে! এক টুকরো
মেঘের ছায়া পরেনা, কোথাও নেই
জোনাকির মেলা।কোথাও নেই।
অথচ জোছনা-মেঘ-জোনাকির
মেলবন্ধন প্রকৃতি ছুঁয়ে যায়।
দূরের কোন গাছের ডালে লক্ষি পেঁচা
রাত জাগা কণ্ঠে ডাকেনা, ডানা ঝাঁপটায়’না।
শহরে’ শহরে ট্রানজিট
দেয়ালে’ দেয়ালে সন্ধি,
মানবতা আজ রুঢ় কঙ্কাল
চাঁদের শহরে আজ আলো নেই।
13 thoughts on “চাঁদের শহর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ কিছুটা বিরতির পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো কবি শান্ত চৌধুরী।
ধন্যবাদ দাদাভাই
অসাধারণ লিখেছেন কবি শান্ত চৌধুরী ভাই। অভিনন্দন।
ধন্যবাদ কবি
অসাধারণ কাব্য কথায় ভালোবাসা কবি শান্ত ভাই।
ধন্যবাদ কবিদা
শহরে’ শহরে ট্রানজিট
দেয়ালে’ দেয়ালে সন্ধি,
মানবতা আজ রুঢ় কঙ্কাল
চাঁদের শহরে আজ আলো নেই।
ধন্যবাদ আপু
কোথাও নেই জোনাকির মেলা।কোথাও নেই।
অথচ জোছনা-মেঘ-জোনাকির; মেলবন্ধন প্রকৃতি ছুঁয়ে যায়।
ধন্যবাদ ভাই
সুন্দর কবিতা।
ধন্যবাদ আপু
* চমৎকার উপস্থাপনা….