তোমার অন্তরঙ্গে

তুমি সমুদ্রের নগ্ন বালু
স্পর্শ করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
বালুকাবেলায়।

তুমি উত্তাল ঢেউয়ে নিমগ্ন
স্নান করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
উত্তাল ঢেউ
লহরী উচ্ছ্বাসে।

তুমি দূরের ঢেউ থেকে বালিকণা
তুলে উল্লাস করো
সমাবেশ করো
সমুদ্রের ঢেউ
আমি তোমাকে ছুঁয়ে যাই
নিঃসঙ্গ গাঙচিলে।

তুমি জলের তরঙ্গে
গাঙচিল হয়ে উড়ো
আমি তোমাকে ছুঁয়ে যাই
তোমার ছায়ায়।
আমি মিশে যাই
তোমার অন্তরঙ্গ অনুভবে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

5 thoughts on “তোমার অন্তরঙ্গে

  1. ঠিক জানিনা কেমন … তবে আপনার কবিতায় ভিন্ন মাত্রার স্বতন্ত্রতা লক্ষ্য করি, যা কিনা সব শ্রেণীর পাঠকদের ভালো লাগবার কথা। অন্তত আমার তো লাগে !! অভিনন্দন এবং শুভসন্ধ্যা মি. শান্ত চৌধুরী। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।