প্রকৃতির বিলবোর্ড

একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি
উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায়
তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে।

একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি
তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল
ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে।

একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি
তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো
প্রকৃতির কোলাহলে।

একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি
তুমি আসমান ছুঁয়ে চলে গেছো
অন্তহীন আঁধারে।

একমুঠো জোছনায় তোমাকে খুঁজেছি
তুমি জোনাকি পোঁকার মিটিমিটি
আলোয় ছায়া হয়ে মিলিয়ে গেছো।

একমুঠো অন্ধকারে তোমাকে খুঁজেছি
তুমি সাদা শুদ্র গোলাপের পাপড়ির
মিতালি আর সুগন্ধ বিলিয়ে, তুমি ছুঁয়ে
গেছো রাতের মেলবন্ধনে।

একমুঠো স্নিগ্ধ ভোরে তোমাকে খুঁজেছি
তুমি নবদীপ্ত সূর্যোদয় হয়ে ছড়িয়ে পড়ছো
মানুষের কোলাহলে।

আমি যাযাবর হয়ে প্রতিদিন তোমাকে
খুঁজেছি,ফুল, পাখি, প্রজাপতি আর
প্রকৃতির বিলবোর্ডে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

4 thoughts on “প্রকৃতির বিলবোর্ড

  1. কবিতাটি পড়লাম কবি শান্ত চৌধুরী।
    মনে হলো বেশ পরিচ্ছন্ন মানের ভালো একটি লিখা।

  2. প্রিয় মুরুব্বী দাদা
    অনেক ভালোবাসা সহ শ্রদ্ধা
    ভালো থাকুন আগমনী পথের প্রতিটি প্রহর।

  3. প্রিয় ফয়জুল মহী দাদু
    ভালোবাসা
    অনাবিল শুভ হউক প্রতিটি নতুন ভোর
    সতত শুভ কামনা

মন্তব্য প্রধান বন্ধ আছে।