অবরুদ্ধ আজ চোখ
কোথাও নিয়ন্ত্রণ নেই !
বধির আজ কান
কোথাও প্রবেশ অধিকার নেই !
উৎসব নেই !
উল্লাস নেই !
প্রেয়সী নেই !
অবরুদ্ধ!
সব কিছু অবরুদ্ধ ।
মঞ্চ নেই !
সমাবেশ নেই !
লংমার্চ নেই !
সব কিছু অবরুদ্ধ।
অবরুদ্ধ, প্রেমিক !
অবরুদ্ধ, ভালোবাসা,
জঞ্জাল আর
মুখোশের আড়ালে।
অনবদ্য প্রকাশ।
ধন্যবাদ প্রিয়
ভালোবাসা
ভালো থাকুন কবি শান্ত চৌধুরী।
ধন্যবাদ প্রিয় দাদাভাই
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
সতত শুভ কামনা ..,.
পাঠক মন্তব্যের উত্তর না থাকলে পোস্ট পড়ার আনন্দটাই যেন হারিয়ে যায়।
ভাল লিখেছেন কবি দা।
দিদিমণি ধন্যবাদ
সব সময় চেষ্টা করি উত্তর দিতে,
মাঝে মাঝে যান্ত্রিক শহরে সময় হয়ে উঠেনা …