মনের স্টেশন (গান)

মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।

নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।

মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “মনের স্টেশন (গান)

মন্তব্য প্রধান বন্ধ আছে।