যখন সন্ধ্যা নামে

যখন সন্ধ্যা নামে …
আবিরের রঙে হারায় ধূসর বিকেল।
অনবরত পাখিদের কলরব
নীড়ে ফিরে যাওয়ার স্লোগান।

শেষ বিকেলের সূর্যটা
লাল আগুনের লেলিহান দিয়ে
শাসাতে চায় ধরাকে।

মেঘনার স্রোতশীল নদীর
জলে, বালিহাঁস খেলে যায়।
দু’একটা কাঠবিড়ালির ছুটাছুটি
এগাছের ডাল ছেড়ে ওগাছে।
মাঝিমাল্লারা আপন নিবাসে
ফিরে যাওয়ায় মত্ত।
কিছু জেলে ছোট ডিঙ্গি নাওয়ে
ভেসে ইলিশের জাল
ফেলে অপেক্ষার প্রহরে।

গায়ের বঁধু ব্যস্ত হয়ে পরে
রান্নাবান্না শেষ করে
সন্ধ্যা রাতের প্রদীপ জ্বেলে।
জোনাক গুলো নিভু নিভু আঁধারে
আলো জ্বেলে হারিয়ে যায়
রাতের আঁধারে।

যখন সন্ধ্যা নামে
নীড়ে ফিরে যাওয়ার ছুটাছুটি
অনবরত অনন্ত আদি।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “যখন সন্ধ্যা নামে

  1. "যখন সন্ধ্যা নামে
    নীড়ে ফিরে যাওয়ার ছুটাছুটি
    আনবরত অনন্ত আদি।"

    মনমাতানো কবিতা। 

  2. যখন সন্ধ্যা নামে …
    আবিরের রঙে হারায় ধূসর বিকেল।
    অনবরত পাখিদের কলরব
    নীড়ে ফিরে যাওয়ার স্লোগান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।