পার্থক্য

বন্দরে আলোকিত চাঁদের নীচে
শ্রমিকের ঘাম ভেজা কষ্ট থাকে
প্রহর গুনে গুনে শ্রমিকের মজুরি নেওয়ার দিনে
চাঁদের আলো ঘামের প্রতিটি কণাকে
তারকা রাজির ঝলকানি দেখায়
সুখগুলো মুষ্টিবদ্ধ হয়, সারা মাস ঘুরে যে কটা টাকা
তাতে শুধুই কাটার আঘাত
হিসেবের তাড়নায় যখন ক্ষত বিক্ষত বন্দরের পূর্ণিমা চাঁদ
অপর পাশে বড় বড় জাহাজের বেল কোণিতে
করুণ ভায়োলিনের সুর
হয়ত নতুন যে প্রেমিকা এসেছিলো মালিকের জীবনে
তা অন্যের বিছানা সঙ্গী বলেই
একজন ভায়োলিন শোনে বিছানা সঙ্গী হারানোর দুঃখে
অন্যজন ঘামে ভেজা টাকা গোনে
বাড়ির কচি ডগা সম স্ত্রীর সুখের অণ্য যোগাতে পারবেনা বলে!
বন্দরে নতুন জাহাজ আসে, বানিজ্য হয়
উর্বর হয় কত মানুষের ঘরের ধরণে
নিত্য যার আসা যাওয়া
সে শ্রমিক শুধু গোনে জীবনের চাকা চালানোর মত কয়েকটা টাকা
চাঁদ ওঠে, অসীম সাগরে চাঁদে মিলে যায় বহু দূরে
শ্রমিক বেটা নিজেকে মেলায় অসম হিসেবের দোলাচলে….

15 thoughts on “পার্থক্য

  1. আপনার অপেক্ষায় ছিলো শব্দনীড় … এটা সরাসরিই বলা যায়।
    আপনি সব্যসাচী। কবিতায় জানান দিলেন। অভিনন্দন এবং স্বাগতম মি. চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এসে দেখলাম সব প্রিয় মানুষ এখানে । আপনার ডাক কি আমি ফেলতে পারি । বিভিন্ন ব্যষ্ততার কারণেই ঢোকা হয়নি । এসে খুব ভালো লাগছে, অনেক জমজমাট ব্লগ এটি । সবাইকে নিয়ে আরও এগুতে চাই । ব্লগ মাধ্যমটি জনপ্রিয় করে তোলা দরকার । কৃতজ্ঞতা আপনাদের প্রতি । 

       

  2. বেশ সাবলীল লেখা। শুভেচ্ছা নিন কবি দা। স্বাগতম।

    1. আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা । আপনার মন্তব্য আরও বেশী করে লিখতে উৎসাহ দেবে । ভালো থাকবেন । 

       

    1. অনেক ধন্যবাদ আপনাকে । আমার পাতায় আপনাকেও স্বাগতম । 

  3. হিসেবের তাড়নায় ক্ষত বিক্ষত বন্দরের পূর্ণিমা চাঁদ। :) স্বাগতম ভাই।

    1. কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাই আপনার প্রতি 

       

  4. বিশিষ্ট কলামিস্ট সাঈদ চৌধুরী। স্বাগতম স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এমনভাবে ডাকলেন যেন অনেক দিনের পরিচিত কোন মানুষ । কৃতজ্ঞতা আপু । ভালো থাকবেন অনেক । 

  5. সে শ্রমিক শুধু গোনে জীবনের চাকা চালানোর মত কয়েকটা টাকা
    চাঁদ ওঠে, অসীম সাগরে চাঁদে মিলে যায় বহু দূরে
    শ্রমিক বেটা নিজেকে মেলায় অসম হিসেবের দোলাচলে….

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. প্রহর গুনে গুনে শ্রমিকের মজুরি নেওয়ার দিনে
    চাঁদের আলো ঘামের প্রতিটি কণাকে
    তারকা রাজির ঝলকানি দেখায়
    সুখগুলো মুষ্টিবদ্ধ হয়, সারা মাস ঘুরে যে কটা টাকা
    তাতে শুধুই কাটার আঘাত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।