ফানুস হয়ে ওঠা ও হারানো দিনে ফেরার আকুতি

দিন যায়
পছন্দের তালিকায় যোগ হয় হরেক রকম জিনিস
আগে লাটিম কেনার জন্য মন আকুবাকু করতো
এখন মন চায় বিমানে উড়ে
সদূর দূরে কোন সাগর পাড়ে বসে সময় কাটাই..
কখনও কখনও এমন হয়
মনে হয় সব কিছুর বিনিময়ে
পারলে পুরো আকাশটাকে নিজের করে নেই,
ইচ্ছে হয় রিকাশায় বসে শহর ঘুরতে
তারপর ক্যম্পাসে বসে বন্ধুদের সাথে বাদাম চিবুতে…
এমন আরও অনেক ভাবনা যখন মনের কিনারে
তার অর্থ শুধু এই
তুমি হাহাকার করে শুধু পেছনের দিনগুলোকেই খুঁজে বেড়াচ্ছো
তুমি বার বারই
ফিরে যাচ্ছো সেখানে
যেখানে তুমি কেবল মাত্র জীবন শুরু করতে শুরু করেছিলে…!
এখন অনেক রঙিন সময় আসে
এখন ঈদের চাঁদ রাতের দিন
সামান্য কিছু টাকা দিয়ে একটা জামা কিনতে হয়না,
হয়না অপেক্ষা করতে
কখন বাবা নিয়ে যাবে মার্কেটের ভীড়াক্রান্ত দোকানে..
তবুও কেনই জানি সেই স্বাদ আর আকুতিটা নেই,
কেনই যেন এখন ভালোবাসা প্রাপ্তির আকাঙ্ক্ষাও নিদারুণ সময়ে বাঁধা..!
খুব মনে পড়ে,
বাবার সাথে হাটে যাওয়ার ঈদের আগের দিনগুলোর কথা
হাটগুলো তখন অন্য রঙে সেজে যেতো
হাটের এক পাশটা জুড়ে থাকতো আলতা আর চুলের ফিতার দোকান
অন্যপাশে বেহাতির মিষ্টি গন্ধ !
তখনকার সময়গুলোর এক প্যাকেট সুপার বিস্কুট আর পাইনএপেলের স্বাদ
যেন এখনকার এক পৃথিবী স্বাদের চেয়েও বেশী ছিলো …
এক হাতে বাবার আঙ্গুল ধরে থাকা
আর অন্যহাতে কোরবানির পশুর রশি ধরে টানাটানি
বাড়ি এলে সবাই মিলে একসাথে আনন্দে মেতে ওঠা…
কিছুর বিনিময়েও আর ফেরা যাবেনা কভু সেই হারানো দিনগুলোতে
খুব কৃত্তিম আলো যেভাবে জেকে বসেছে
তার তীক্ষ্নতা যেন আর ভেদ করার নয়
কৃত্তিম হতে হতে এখন আমরা যেন ফানুসের মত
হালকা প্রজ্জ্বলিত কোন বস্তুর মধ্যে আবৃত এক
অচল পঁয়সার সমার্থক শব্দ সম….

4 thoughts on “ফানুস হয়ে ওঠা ও হারানো দিনে ফেরার আকুতি

  1. "কৃত্রিম হতে হতে এখন আমরা যেন ফানুসের মত
    হালকা প্রজ্জ্বলিত কোন বস্তুর মধ্যে আবৃত এক
    অচল পঁয়সার সমার্থক …."

    দারুণ লিখেছেন!

  2. কিছুর বিনিময়েও আর ফেরা যাবেনা কভু সেই হারানো দিনগুলোতে। এটাই সত্য।

  3. আপনার লেখা গুলোন অনেক ম্যাচিউরড। ভাল লাগে পড়তে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. তখনকার সময়গুলোর এক প্যাকেট সুপার বিস্কুট আর পাইনএপেলের স্বাদ
    যেন এখনকার এক পৃথিবী স্বাদের চেয়েও বেশী ছিলো …

     

    * চমৎকার অনুভূতি…

    ভালো থাকুন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।