যেখানটায় তোমার চাওয়া
সেখানে অামি বড়ই অচল
সময় যখন চেয়েছিলে
তখন ছিলেম টাকার পাগল
যখন অামি সময় দিচ্ছি
তখন বলছো গহনা চাই
গহনার জন্য টাকা লাগে
সময় অার তখন নাই
পাশের বাড়ির ভাবীর জামাই
ভাবীকে খুব অাদর করে
তোমার সাথে রিকশায় উঠলে
তুমি থাকো অচীন পুরে,,,
এক সাথে হলেই দুজন
অভিযোগের ডালি খোলে
কখন দুজন ভালোবাসবে
সময় যে বড় অসহায়- রে
ভাঙ্গছে মন ভাঙ্গছে সংসার
বোঝা পড়ায় অসমতা
বিয়ে ভাঙ্গার রেকর্ড হল
ঢাকা এখন বড় অভাগা
কালকে প্রথম অালোর শিরোনাম ছিলো ঢাকায় প্রতি এক ঘন্টায় একটি বিয়ে ভাঙ্গ। সে সূত্রেই লেখাটি।
সবাইকে ঈদ পরবর্তি শুভেচ্ছা
বিয়ে ভঙের সংবাদটি আমিও দেখেছি। দারুণ জবাব তৈরী হয়েছে ভাই।
সুন্দর বিশ্লেষণ বটে। অভিনন্দন কবি দা।
বিয়ে ভঙ্গ সামাজিক একটি ব্যাধিতে পরিণত হতে চলেছে। আপনার প্রকাশনা যথেষ্ঠ সরস। ভালো লাগার মতো। এবং লাগলোও বটে। শুভেচ্ছা মি. চৌধুরী।
* সমসাময়িক উপাখ্যান…
বেশ সুন্দর।
সুন্দর ভাবনা