দক্ষিণের জানালার কাচ ভেঙ্গে আছে
শীত সকালের কুয়াশা ভেজা রোদ এসে উঁকি দেয়
একটি মেয়ে প্রতিদিন জানালার পাশ দিয়েই হেঁটে যায়
ভাঙ্গা কাচের ফাঁক গলে
সাদা, লাল, নীল ওড়নার যৌবন নাচনে মন হারায়,
ভাঙ্গা কাচ ভেঙ্গেই থাক
এক জীবনে একটি জানালার কাচ ভাঙ্গনে
যদি কোন মনের অংশীদার হতে পারি
তবে ভাঙ্গা কাচই হবে ভালোবাসার মহা সোপান…
4 thoughts on “ভাঙ্গা কাচ ও প্রেম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হ্যাঁ। এই লাইন ত্রয় যে কারু জীবনের সাথে মিলে যাবার জন্য যথেষ্ঠ।
সরল এবং সারল্যে লিখা একটি কবিতা। অভিনন্দন মি. সাঈদ। শুভ সন্ধ্যা।
ভাঙ্গা কাঁচই হোক ভালোবাসার মহা সোপান। শুভেচ্ছা নিন কবি দা।
যদি কোন মনের অংশীদার হতে পারি
তবে ভাঙ্গা কাচই হবে ভালোবাসার মহা সোপান…
* বাহ! চমৎকার…