খুব নীল হতো আকাশ সে শিশু বেলায়
বিকেলের কড়া সে মাঝ নীল আকাশে রকেট উড়ে যেতো
কি যেন সাদা সাদা রকেট থেকে বের হয়ে
আকাশটাকে শুভ্র করে দিয়ে যেতো…
পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের দিকে রকেটের ছুটে চলা
আমি বিস্মিত হয়ে দেখতাম,
সূর্যকে ভেদ করার অদম্য ইচ্ছার পরিসমাপ্তি কি
মনে প্রশ্ন জাগতো
বাবা বোঝাতেন সাদা শুভ্র দাগগুলো ধোঁয়া
আমি ভাবতাম ওগুলো রকেটের জীবন
যত উপরে ও উঠে যাচ্ছে
পরতে পরতে জীবন হারিয়ে নিঃস্ব এক খোলস নিয়ে
সে অভিলাষ করছে সূর্যকে ভেদ করার !
হিসেব মিলতো না
ব্যয় বহুল সে হিসেব আজও মেলেনি
শূণ্য আকাশে সূর্য অস্তের সময় রকেটের গমন
এখনও আমি পরিকল্পনা করে উদযাপন করি …
শূণ্যের হিসেব শূণ্যে মিলায়
আমি নীল আকাশে ডুব দিয়ে হেমন্ত, শরৎ, শীত
আর বর্ষার গল্প বুণে
বাংলার ছোট্ট কোন পাড়া গায়ে বসে সরল জীবনের ব্যপ্তি খুঁজি…
4 thoughts on “রকেট ও জীবনের গল্প”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"শূণ্যের হিসেব শূণ্যে মিলায়
আমি নীল আকাশে ডুব দিয়ে হেমন্ত, শরৎ, শীত
আর বর্ষার গল্প বুনে
বাংলার ছোট্ট কোন পাড়া গায়ে বসে সরল জীবনের ব্যপ্তি খুঁজি …"
___ পুরো কবিতার এখানে এসে কবিতার সার্থকতা খুঁজে নিলাম মি. সাঈদ।
আপনার কবিতা খুবই জীবন ঘেঁষা কবি সাঈদ ভাই। যে কথা গুলো আমরা বলতে চাই আপনি সেটা অকপটে বলে ফেলেন। অভিনন্দন জানবেন।
কবিতাটি পড়লাম বটে। তবে আপনাকে এর থেকেও বেশী ভাল পাবো যদি আপনার গদ্য কবিতা বেশী বেশী করে আসে। গদ্য চাই কবি। গদ্য কবিতা দিন।
বাংলার ছোট্ট কোন পাড়া গায়ে বসে সরল জীবনের ব্যপ্তি খুঁজি…
*

